কুরবানি সময়কার আমাদের মানসিকতা: পর্ব ১

লিখেছেন লিখেছেন FM97 ০২ অক্টোবর, ২০১৪, ০৭:০০:৪০ সন্ধ্যা

ঈদুল আযহা সামনে করে যেসব মানসিকতা লক্ষ্য করা যায়-

# সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতার স্বভাবে এনারা কুরবানি দিতে চান না- তবে অন্যের বাসা থেকে কুরবানির গোশত আসবে, সেই আশায় বসে থাকেন।

# এদের যেমন সামর্থ্য থাকে যাকাত দেয়ার তেমনই সামর্থ্য থাকে কুরবানি দেয়ার। তবে এনারা যাকাত দেন না, অধিক মূল্যে পশু ক্রয় করে কুরবানি দেন (যদিও এর চেয়ে কমেও কুরবানির পশু পাওয়া যায়)- আর এ কাজের পিছনে এনাদের ভিতরকার প্রদর্শনী ও অহংকারী মনোভাব কাজ করে।

# এনারা কুরবানির তাৎপর্য বুঝেন না। অনেকটা হয়ত ঝামেলাও মনে করেন। তাই এই ঈদকে শুধু এবং কেবল শুধুই holiday হিসাবে ঘুরা-ফেরা করে কিংবা বাসায় টিভি দেখে সময় অতিবাহিত করেন। যদিও এই ঈদের অন্যতম উদ্দেশ্য এবং আনন্দ কুরবানি দেয়ার মাধ্যমেই।

# এনাদের সামর্থ্য নাই, তবে “পাছে লোকে কি বলবে”- এই মানসিকতায় ভুগতে থাকেন। যদিও এনাদের সহ সমাজের সবারই এটা বুঝা উচিত- সবার সামর্থ্য সব সময় থাকে না।

সুতরাং, কে কি বললো, কে কি ভাবলো, কিংবা লোক দেখানো বড় সাইজের পশু কুরবানি- এসব বড় কথা নয়, বরং সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ কথা হলো- “আপনার সামর্থ্য আছে, সুতরাং আপনার ওপর কুরবানি ওয়াজিব। আপনি গরু দেন বা ছাগল দেন- সেটাও আপনার সামর্থ্য”। তাই নিয়ত পরিষ্কার রেখে, আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিতে হবে। কারণ- “It is neither their meat nor their blood that reaches God but your piety…” (Sura hajj, ayat-37) “এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া”…(সূরা হজ, আয়াতঃ ৩৭)

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270896
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ফেরারী মন লিখেছেন : আজকাল তো চলছেই এসব। যত বড় পশু তত বড় সম্মান। আসলে আমাদের মাঝে কুরআনের কোনো আলো নেই দেখেই এসব মনে হচ্ছে। আপনার লিখাটা ভালো লাগলো। ‌
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৫
214899
FM97 লিখেছেন : যথার্থ বলেছেন। ধন্যবাদ Happy
270953
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুব সুন্দর কথা বলেছেন।
একদল শুধু প্রদর্শনইচ্ছায় বড় গরু কুরবানি দেয়। আরেকদল কুরবানি না দেওয়াকে লাভ মনে করে। অনেকেকে দেখেছি ঈদ বোনাস পেয়েও কুরবানি করেননা এই যুক্তিতে যে তাদের আয় কম সেই টাকা অন্য কাজে লাগবে। যদিও সেই অর্থে একটি ছাগল কুরবানি সম্ভব।
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২২
215220
FM97 লিখেছেন : tader kurbanir gurutto bujha uchi.
270996
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অসাধারণ বিশ্লেষণ-
স্মরণ করিয়ে দিলেন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৪
215222
FM97 লিখেছেন : wa a'laikumus salam, wa rahmatullahi wa barakatu.
apnakeo ঈদ মোবারক Happy
271723
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:১০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এমন কি আসলে হয়? আমার কেন যেন বিশ্বাস হতে চায়না Thinking Thinking
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
216210
FM97 লিখেছেন : আপা, ei duniya boroi bichitro, emon o hoy...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File