প্রতিযোগীতায় অংশগ্রহণের সম্ভাব্য কারণগুলো:পর্ব-৩
লিখেছেন লিখেছেন FM97 ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০৫:১৬ বিকাল
১ম পর্বে (এখানে-) আলোচনা করেছিলাম- সমাজের ওপর সুন্দরী প্রতিযোগীতার বিরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে। ২য় পর্বে (এখানে-) ছিলো উদ্যোক্তাদের মনোভাব ও আমাদের চুড়ান্ত করণীয় নিয়ে। আর আজকের পর্বে আলোচনা করছি- এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্ভাব্য কারণগুলো-
১/ ‘তোমাকে অনেক সুন্দর লাগছে’- এই কথাটা আমরা ছেলে-মেয়ে সবাই পছন্দ করি। যদিও এটা আমরা বিবেচনা করি না যে, না হয় সাজলাম, জমকালো একটা ড্রেস পড়লাম- কিন্তু আমাকে দেখার অধিকার কে রাখে? সৌন্দর্য কি সবার সামনে প্রকাশযোগ্য? সুতরাং- এসব জ্ঞান না থাকার কারণে অনেক মেয়ে এসব প্রতিযোগিতায় যোগ দেয়।
বিঃদ্রঃ একটা ছেলের বেলায়ও বলবো- তারও উচিত নয়, এমন কোনো মেয়ের সামনে নিজেকে ইমপ্রেস করা, পটানোর ধান্দায় থাকা-- যেখানে তার অধিকার নেই।
২/ একটা দেশীয় নাটকে দেখেছিলাম- অভাব-অনটনে পরে মেয়েটি পতিতাবৃত্তে জড়িয়ে পড়ে। এমনকি বেশ কিছু দিন আগে পত্রিকায় দেখি (বিদেশী সংবাদ) স্বামী টাকার লোভে তার স্ত্রীকে অশ্লীল দৃশ্যে অভিনয় করতে বলে। তবে আমি মনে করি- পরিস্থিতি যেমনই হোক একটা মেয়ে এবং তার পরিবারকে এটা বুঝা উচিত- টাকার চেয়ে সম্মান বড়। তথাকথিত তারকা হওয়ার নেশা যেনো আমাদেরকে অন্ধকার জগতে না নিয়ে যায়।
৩/ প্রতিযোগীতায় অংশ নেয়ার পিছনে আরেকটি কারণ থাকে-‘সহজে মডেল হওয়া যাবে’। দেখা যায়- উঠতি বয়সে বিজ্ঞাপনের মডেল কিংবা ছায়াছবির নায়ক/নায়িকাদেরকে দেখে আমরা প্রভাবিত হই। ইচ্ছে করে তাদের মতো একটা লুক দিয়ে দুনিয়া মাতিয়ে ভাব নিয়ে চলতে। অথচ আমাদের জানা থাকে না- এই অভিনেত্রী হতে গিয়ে কিভাবে অনৈতিক সম্পর্কে জড়ানোর কাজে বাধ্য করা হয়। এমনই একটা সচিত্র প্রতিবেদন রিপোর্টিং এর মাধ্যমে যমুনা টিভিতে দেখানো হয়েছিলো। তাছাড়া অভিনেত্রী রাহার আত্মহত্যার কাহিনী মনে পড়ে কি? আত্মহত্যা কেনো করলো-এই বিষয়টা অনেক সময় রহস্যময় থেকে যায়- কারণ অন্ধকার জীবনের কথা বলে জীবিত অবস্থায় কেউ মান-সম্মান খোয়াতে চায় না।
সবশেষে বলতে- নিজের সম্মান বিক্রি করে প্রকৃত খ্যাতি পাওয়া যায় না। বরং দুষ্ট লোকের অশুভ কর্মের খোড়াকে পরিনত হওয়া যায়। ভালো আচরণ, ভালো কর্মের মাধ্যমেই প্রকৃত খ্যাতি আসে, পরিবেশ সুন্দর হয়। আর যারা এই সুন্দর পরিবেশ গড়তে অন্তরায় হয়ে দাঁড়ায়- সেসব আয়োজনকে নিজ থেকে-সমাজ থেকে বয়কট করা উচিত।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন