কিছু বইয়ের লিঙ্ক দেন/ বইয়ের নাম- এই বিষয়ে....

লিখেছেন লিখেছেন FM97 ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৯:৩৭ বিকাল

খেলাফত না গণতন্ত্র" এই বিষয়ে তর্ক করতে আমি খুব একটা পছন্দ করি না। আমি চাই রাষ্ট্রের এই সংকট মুহূর্তে সব ইসলামী দলগুলোর একত্রিকরণ। কিন্তু সেটাই বলতে গিয়ে অনেকে গণতন্ত্র না খেলাফত সেটা নিয়ে তর্ক শুরু করে দেয়। ওরা বলে- "ক্ষমতায় গিয়ে গণতন্ত্র স্তাহপন করলেন- পরে দেখা যাবে সেই ইহুদিদের লেজুড়বৃত্তি করছেন"।

ভবিষ্যৎবাণী আমি দিতে পারি না- তবে এটা জানি- ভোটের মাধ্যমে একজন ভালো মানুষকে নির্বাচন করবো।

তা যাই হোক- এবার বিজ্ঞ ব্লগাররা আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য- উভয় পাশের বইয়ের সন্ধান দিন।

আমি নিজেই বিবেচনা করে নেই।

বিঃদ্রঃ আমার এই বইটা পড়া আছে- "‘গণতন্ত্র ও ইসলাম’ প্রকাশনায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থ্যট। (ড. ইউসুফ আল কারযাভী, শাহ আব্দুল হান্নান, আহরার আহমাদ, ড. হাসান আল তুরাবী, ড. আব্দুল হামিদ আবুসুলায়মান, ইয়াহিয়া এইচ জেওবির, ফজলুর রহমান, গ্রেন ই পেরী)

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File