জামায়াতের নেতারা আপনার কিছু লাগে? (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন FM97 ১৬ জুলাই, ২০১৩, ০৩:২৮:০৮ দুপুর



উপরের প্রশ্নের সাপেক্ষে বলবো- না, তারা আমার কিছু লাগে না। তাছাড়া আমি তো তাদেরকে জীবনে চোখের সামনে দেখিও নাই, কথা বলা তো দূরে থাক। তবে শাহবাগে তরূণদের আবেগ দেখে তরূণ বয়সে আমারও ইচ্ছা হলো সত্য জানার। আমি চাই- অপরাধীর শাস্তি আর নিরপরাধীর মুক্তি । আমি প্রমাণে বিশ্বাসী। আর জামায়াতকে নিয়ে যেহেতু সরকারের একটু বেশিই তদবির লক্ষ্য করছি- তাই আমার প্রশ্নবিদ্ধ মনে নানা প্রশ্ন জাগে।

কাল আলী আহসান মুজাহিদ সাহেবের রায় দিবে তাই নিচে কিছু পেপার কাটিং দিলাম- সত্যতার ব্যাপারে সবাই সাক্ষী থাকুক, এটাই কাম্য।













রায় ঘেটে দেখি- সাক্ষীরা নিজেই মুজাহিদকে চিনেন না। ২য়, উনার নামও পাওয়া যায় নি ডকিউমেন্টে, ৩য়, নিহতের মামলায় পর্যন্ত উনার নাম নেই।

অন্য কোনো ব্লগে একাউন্ট না থাকায় আপাতত এখানেই দিলাম। আমার পেপার কাটিংগুলো কেউ শেয়ার করতে চাইলে করতে পারেন।

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File