আমরা কি হাতে হাত দিয়ে বসে থাকবো?
লিখেছেন লিখেছেন FM97 ০৯ জুলাই, ২০১৩, ০৩:১৭:০৪ দুপুর
শুধু লেখালেখি করে কেউ যদি মনে করে আমার দায়িত্ব শেষ। তাহলে আমি বলবো- এটা ভুল। আমরা কি পারি না মিসরের দূতাবাসের সামনে অন্তত ‘STOP SHOOTING’ বলতে? স্লোগান দিতে? তাছাড়া মুসলিম বিশ্বের দাতা বলে পরিচিত সৌদি আরব- তারা যেভাবে অন্যায় ও অসাংবিধানিক পদ্ধতিকে সমর্থন দিচ্ছে, মুরসী বিরোধীদের অস্ত্র সরবরাহের আশ্বাস দিচ্ছে, আমরা কি পারি না তাদের এই অমানবিক, অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে? এদেশের মুসলমানদের কি হলো? আমরা কি ভুলে গেছি, মুসলমানেরা একটা শরীরের মতো- যার এক অঙ্গে আঘাত লাগলে পুরো শরীর তার ব্যাথ্যা অনুভব করে? আমরা কি আজ অনুভূতিহীন?
আজ মিসরে গণহত্যা চলছে, নামাজরত মানুষের উপর মুসরীবিরোধী, সেক্যুলার সেনাবাহিনীর গুলিবর্ষণ চলছে, অন্তত ৭০ জন নিহত। নির্যাতনের যাতাকলে পিষ্ট নারী-পুরুষ, এমন কি দুগ্ধপোষ্য নিষ্পাপ শিশুদের আর্তনাদ কি আমাদের কানে পৌছায় না?
আমাদের দরকার নেই ৯০% তথাকথিত নামধারী মুসলমানের। অন্তত ২৫% প্রকৃত মুসলমান আছে কি- যারা মিসরের বর্তমান পরিস্থিতিতে নিন্দা জানানোর পদক্ষেপটি নিবে?
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন