নিজের জন্য ভালোটাই চাই...

লিখেছেন লিখেছেন FM97 ২৪ মে, ২০১৩, ০৫:৪৫:১০ বিকাল



এটা ঠিক আমরা সবসময় নিজেদের জন্য ভালোটাই চাই। তবে আমরা এটা পাওয়ার যোগ্য কিনা বা আমরা নিজেরাই তেমন ভালো কিনা এটা কিন্তু আমরা ভাবি না। একটা মেয়ে অবশ্যই এমন এক ছেলেকে স্বামী হিসাবে কামনা করে যে পরমহিলার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না বা তত মিশে না। তেমনি একটা ছেলেও তেমন টাইপের মেয়েকেই স্ত্রী হিসাবে কামনা করে। তবে প্রশ্ন হলো- আমরা এই পরিমাণ তাকওয়া (আল্লাহ ভীরুতা) ও পরহেজগারীতা অবলম্বন করছি কি? আর না করে থাকলে আমরা আমাদের ভবিষ্যত সম্পর্কে ভেবে দেখছি কি? আল্লাহ কিন্তু স্পষ্টতই বলেছেন- ‘Vile women are for vile men, and vile men for vile women. Good women are for good men, and good men for good women; such are innocent of that which people say: For them is pardon and a bountiful provision’. Sura Nur 26।

অর্থাৎ, কুচরিত্রের স্ত্রীলোক কুচরিত্রের পুরুষের এবং কুচরিত্রের পুরুষ কুচরিত্রের স্ত্রীলোকদের যোগ্য। অনুরূপভাবে পবিত্র চরিত্রের স্ত্রীলোক পবিত্র চরিত্রের পুরুষদের এবং পবিত্র চরিত্রের পুরুষ পবিত্র চরিত্রের স্ত্রীলোকদের যোগ্য। তারা নিষ্কলংক সেই সব কথা থেকে যা লোকেরা রচনা করে থাকে। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক (সূরা নূর-২৬ )

সুতরাং ভালো পেতে হলে ভালো হতে হবে। আর কু’রআনের নির্দেশ মেনে চলতে হবে, যাতে লেখা আছে-

…..not unlawful sexual intercourse or taking [secret] lovers….(sura maida-5).

......“ তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না……….। (সূরা মায়িদা-৫ )

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File