’৭১ দেখসি, তবে কাল রাতের মতো এমন বিকট আওয়াজ শুনিনি

লিখেছেন লিখেছেন FM97 ০৬ মে, ২০১৩, ০৭:৩১:৪৬ সকাল

প্রত্যক্ষদর্শী জানায়, ’৭১ দেখসি। তবে কাল রাতের মতো এমন বিকট আওয়াজ শুনিনি। রাত প্রায় ২:৩০ কি ৩:০০ টার দিকে সাউন্ড গ্রেনেড, বৃষ্টি মত গুলি বর্ষণ, রঙ্গিন পানি ছিটিয়ে মতিঝিলে অবস্থান নেয়া শত শত হেফাজতের নেতাকর্মীকে নিহত করা হয়। নির্মমভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়”। কেউ বলেছেন-“শেখ মুজিবও এমন আলেম সমাজের উপর হামলা করেন নি, যেমনটি হাসিনা করছে”

সরকার হয়ত তাদের সফলতায় (সাকসেস মিশন!) বগল বাজাচ্ছে। তবে তারা যেভাবে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে, তাদের মত প্রকাশে বাঁধা দিয়েছে, দিগন্ত টিভি ও ইসলামি টিভি বন্ধ করে সংবাদমাধ্যমের অধিকার হরণ করেছে, আর অধিকাংশ বাম মিডিয়া যেভাবে সংবাদ বিকৃত করে প্রচার করছে ও করেছে- তা যেকোন সুস্থ মস্তিষ্কের মানুষ নিন্দা না জানিয়ে পারে না।

প্রতিবাদের ভাষা নেই, কি করে বর্ণনা করা যায়। নিরস্ত্র দু হাত দিয়ে কি করেই বা প্রতিরোধ করা যায়। তবে সত্য এটাই মজলুমের একটা দোয়াই যথেষ্ট জালিমকে ধ্বংসের জন্য। শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File