নট অ্যাপ্রুভড...

লিখেছেন লিখেছেন কে বা কারা ২২ নভেম্বর, ২০১৫, ০৭:১৩:৩৯ সকাল

নট অ্যাপ্রুভড...

আমার এক সহকর্মীর মুখে শোনা। তিনি এর আগে যেখানে ছিলেন সেখানকার ম্যানেজার ছুটি দেয়ার ব্যাপারে অতি মাত্রায় কঠোর ছিলেন। কোনো দরখাস্ত গেলে সেটা না পড়েই সাথে সাথে লিখে দিতেন নট অ্যাপ্রুভড।

ওনার পিএ কিছু কাগজ এগিয়ে দিলো, সে দিনও উনি অভ্যাসমতো লিখলেন, নট অ্যাপ্রুভড। পিএ বললো, স্যার এটা তো হেড অফিস থেকে একটা বিষয় জানতে চেয়েছে।

যেহেতু রাষ্ট্রপতির কাছে কাগজ গেছে, সেটা কোত্থেকে গেছে, ভিতরে কী আছে তা কোনো বিষয় না। সেটা যদি মায়ার মেয়ের বিয়ের দাওয়াত কার্ডও হয়, যেহেতু সময়টা ফাঁসি দেয়ার, অতএব তা অবশ্যই ‘প্রাণ ভিক্ষা’র আবেদন। তাই রাষ্ট্রপতি নো মার্সি ছাড়া কিছু লিখতেই পারেন না।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350768
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১১
শেখের পোলা লিখেছেন : এমনই একটা রেডিও নাটক ৬০ এর দশকে শুনে ছিলাম৷ সেখানে ঋণগ্রস্থ বাবা পাওনাদারদের তাগাদায় অতিষ্ঠ হয়ে সারাদিন অনেক রাত পর্যন্ত বাইরে থাকত৷ তাাই ছোট মেয়েটাকে কিছু কথা মুখস্ত করিয়েছিল৷ কেউ দরজার কড়া নাড়লেই ছোট্ট মেয়েটা অমনি ডায়ালগ শুরু করত;-'বাবা বাড়িতে নেই৷ সাত সকালে বেরিয়ে গেছে৷ কখন ফিরবে তা জানিনা৷ সকাল সকাল ফিরতেও পারে৷ আবার নাও ফিরতে পারে'৷ দরজা খোলা লাগত না৷ একদিন অনেক রাতে বাবা কড়া নাড়লেও একই ডায়ালগ৷ বাবা যত বলে আমি তোর বাবা৷ কে কার কথা শোনে৷ বাবাকেও পথে রাত কাটাতে হল৷ রাষ্ট্রপতিও তেমন ডায়ালগ মুখস্ত করেছে৷
350826
২২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : :D/ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File