'আমার দেশ' ছাপা নিয়ে বিভ্রান্তি

লিখেছেন লিখেছেন কে বা কারা ১৩ এপ্রিল, ২০১৩, ০২:৫৫:৪১ দুপুর

'আমার দেশ'-এর প্রেস সিলগালা করে দেয়ায় অন্য প্রেস থেকে ছাপা হচ্ছে পত্রিকাটি। প্রিন্টার্স লাইনে তারা লিখছে, 'আল ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফ্যান্ট রোড, মগবাজার, ঢাকা-১২১৭ থেকে অস্থায়ীভাবে প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট ১৯৭৩-এর ১০ ধারা মতে মুদ্রিত'।

কালের কণ্ঠ এটা নিয়ে আজ নিউজ করেছে। রিপোর্টার বলতে চান, আইনে উল্লেখ আছে, অস্থায়ীভাবে ছাপার কাজ চালাতে হলেও সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি যথাযথভাবে অবহিত করতে হয়।' সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি যথাযথভাবে অবহিত করতে হয়।

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে বলেন, 'কোনো পত্রিকা অস্থায়ীভাবে প্রকাশ করতে হলেও অনুমতির প্রয়োজন হয়। কিন্তু আমার দেশ পত্রিকা কোনো অনুমতি নেয়নি। এক দিন প্রকাশের পর গতকাল শুক্রবার এসে পত্রিকার পক্ষ থেকে একটি আবেদন রেখে চলে যায়। অবৈধভাবে প্রকাশিত হওয়ায় এ পত্রিকাটির বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

আসুন দেখি আইনে কী আছে।

10. If at any time after the making of a declaration under section 7, the newspaper to which the declaration relates is printed or published in a language, with a periodicity or at a place, other than the language or languages, periodicity or place shown in the declaration, the declaration shall become null and void, and any further printing and publication of the newspaper shall be unauthorised unless a fresh declaration under section 7 is made, but nothing in this section shall apply to a temporary change of the place of printing or publication for a period not exceeding thirty days at any one time, if within seventy-two hours of such temporary change the District Magistrate is informed of it in the manner prescribed.

আমি এটা পড়ে বুঝেছি বাহাত্তর ঘণ্টার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। inform অর্থ এতদিন জানতাম অবহিত করা। কালের কণ্ঠের অভিধানে কি সেটার অর্থ 'অনুমতি নেয়া'? আমাকে একটু বোঝান তো।

হায় রে দেশ! হায় রে দলবাজি!

দেখুন আইনটি http://bdlaws.minlaw.gov.bd/print_sections_all.php?id=437

বিষয়: বিবিধ

২১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File