ভোদাই পাবলিকের মনের কথা
লিখেছেন লিখেছেন কে বা কারা ০৭ এপ্রিল, ২০১৩, ০৯:৫৮:৫০ সকাল
১.
বয়াম [বদিউল আলম মজুমদার] সাহেব গত পরশু একাত্তর চ্যানেলে বললেন, একাত্তরে তো জামায়াতের অস্তিত্ব ছিলো না; এখন তারা সংখ্যায় এত হলো কেমন করে?
আমিও মুরুব্বিদের কাছে এই কথাই শুনেছি। তখন জামায়াত ছিলো নগণ্য। তাহলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সব অভিযোগ জামায়াতের বিরুদ্ধে কেন?
২.
শাক [শাহরিয়ার কবির] গতকাল হেফাজতে ইসলামকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। কারণ তারা তার মঞ্চ ভেঙে দিয়েছে। তাই যদি হয়, তাহলে তারা পরশু দিন হেফাজতের মঞ্চ ভেঙে দেয়ার যে হুমকি দিয়েছিলো, তাতে সন্ত্রাসের দায় প্রথম কার ওপর পড়ে?
৩.
হেফাজতে ইসলাম যার কাছে নাস্তিকদের বিচার দাবি করেছে, সেই খাঁটি মুসলমানই তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়েছে প্রথমে। হা হা হা। দেখা যাক এখন সে কোন ধাপ্পাবাজির চাল চালে।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন