একটি মৃত্যুর প্রতি এলিজি

লিখেছেন লিখেছেন কালপুরুষ পোয়েট্রি ৩০ মার্চ, ২০১৩, ১১:৩৮:২৮ সকাল

জঙ্গলে প্রশ্বাসের শব্দ আসে। ওটা ওক গাছ

অন্ধকারে হাঁটে

সিমেট্রিতে প্রার্থনা করে নরকের

শুয়ে আছে রাজকন্যা কতকাল পর এই ঘুম

জানালার পাশে নুয়ে এসেছে চাঁদ। পূর্ণিমা

আমি তোমার নাম ধরে ডাকি

জেসমিন জেসমিন জেসমিন

ওঠো ওঠো ওঠো

উপযুক্ত কাল এসেছে দ্বারে

যাবার পথে কুড়িয়ে নেব কিছু গোলাপ

ওঠো প্রিয়তমা আমার

যাবার পথে সাদা খরগোশটাকে খেতে দিয়ে যাব

বিদায় হে ঘুম

তুমি অন্য শহরে যাও

বলে উঠে পড়ো লক্ষ্মীটি

ছোট ইউক্যালিপটাসের কথা মনে রেখো

ঘরের জানালাগুলো বন্ধ করে যেতে হবে

আলো নিয়ে ভেবো না নতুন ঘর তোমার

জন্মান্ধ চোখের মতোই অন্ধকার

ওহ তোমার এপিটাফ...

“শুয়ে আছে মায়াবতী, যে কখনও পাপ করেনি

অথবা

পাপ যাকে স্পর্শ করেনি”

আমাকে ডেকো না

আমি যোগ্য নই

আমাকে মৃত্যু নেবে না

বিঃদ্রঃ আমার কবিতার গল্পে মেয়েটি শেষ রাতে মারা গেছে বহুবছর অসুখের পর। কিন্তু আমি চাইনা এমনটি আর হোক। নিশ্চয়ই আপনিও । তবে আসুন “B” Negative রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তুলি।

সংযুক্তিঃ

১। তিন ব্যাগ রক্ত পেলে দুদিনের মধ্যে অপারেশন হবে। ( এক ব্যাগ পাওয়া গেছে )

২। দেশের যে কোন এলাকা থেকে রক্ত নেয়ার ব্যবস্থা করা যাবে।

আপনার কিছু রক্ত নিয়ে বেঁচে থাকবে একটি প্রাণ। আশ্চর্য আনন্দের সে অনুভূতি।

যদি কোন বন্ধু সহযোগিতা করতে পারেন, আমাকে কল করে(০১৬৮৯০৬৬৪৯৪) অথবা বার্তা অথবা মন্তব্য দিয়ে জানান।

কোথাও রক্ত ঝরে মরে যায় রোহিঙ্গা

কোথাও রক্ত না পেয়ে মরে যায়...।।

সেলুকাস!!!!

বিষয়: সাহিত্য

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File