স্বাধীনতাঃ একটি ভোর

লিখেছেন লিখেছেন কালপুরুষ পোয়েট্রি ০৪ মার্চ, ২০১৩, ০৯:২২:০১ রাত



(উৎসর্গঃ সেইসব প্রিয় বন্ধু যারা আজ বাংলার মাটিকে রাজাকার মুক্ত করার লক্ষ্যে রাজপথে আছে)

মাথার মধ্যে মিছিল

পায়ের মধ্যে মিছিল

ছেলেগুলো

নারীগুলো

শিশু ও বৃদ্ধ

চোর ও বুদ্ধিজীবী

লং মার্চ করে শহীদমিনার কখনও

স্মৃতিসৌধ দিয়ে হেঁটে যায়।

দক্ষিণ হতে উত্তর

অপরাজেয় বাংলা হতে সংশপ্তক... ভাস্কর্যগুলো কেঁপে ওঠে;

রক্তমাংসের সৈনিক হতে চায়, ইতিহাসের দরজায়

হাতের শব্দ রেখে পেতে চায় শুশ্রূষা আর

প্রিয়তমা বিশ্বাসঘাতিনীর রক্ত, যে এখন

সমাজসেবিকা এবং রাজাকারের উপপত্নী।

যুদ্ধকালে যার প্রিয়তম যোদ্ধাটি লিখেছিল

৭১ টি চিঠি আর ৩০ লক্ষ চুম্বন।

তারপরও প্রেম ... !

সূর্যের মতো যুবাটির প্রত্যয়ী কণ্ঠ আজ-

সমস্ত রাজপথ,

সমগ্র দেশ।

মিছিলটি হেঁটে যায়

ফুলের বাগান হতে আশীর্বাদ জানায় একটি মৃত গোলাপ

মিছিলটি হেঁটে যায়

নদী হতে উঠে আসা হাওয়ায় আত্মবিশ্বাসী প্রার্থনা

মিছিলটি হেঁটে যায়

কারও হাতে কলম

কারও চোখে স্বপ্ন

কারও বুকে জননীর শেষ শোকের আওয়াজ।

মিছিলটি ভেঙে যায়

লাল লোহিত রক্ত ছড়িয়ে পড়ে পথে

নির্ভীক দৃঢ় পায়ে হেঁটে যায়

তবু পরবর্তী রমণী, শিল্পী ও প্রেমিক।

কেউ স্বজনের খুন মেখে নেয় কপালে

প্রেমিকার মুখ হতে শ্লোগান নিয়ে

অপরিচিতার মুষ্টিবদ্ধ ডান হাতে প্ল্যাকার্ডের বদলে

কোন পরিচিত প্রেমিকের বাম হাত রেখে যায় একটি শপথ

"শ্রেণীহীন সমাজ, সামষ্টিক স্বাধীনতা"

পুলিশের গুলিও একদিন শেষ হয়,

মৃত্যুও সচেতন হতে জানে ঘুমোবার আগে।

অতঃপর রাতভর,

সিমেট্রি, মৃত অক্ষর;

চিরকালীন লাশ এবং মিছিল এবং যুদ্ধ...

সকাল হতেই গণকবরের প'রে একটা তাজা ফুল

দেখে অনাহারী শিশুটি বলে,

"মা, ওটা স্বাধীনতা"

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File