আমি মুক্তিযোদ্ধার সন্তান আমাকে দেশপ্রেম শিখাইছ না..।

লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ১৩ মার্চ, ২০১৩, ০৩:১২:১১ রাত

আমি মুক্তিযোদ্ধর সন্তান আমার বাবা ৭১’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কোনো নাস্তিক শাহবাগি গঞ্জিকাসেবী আমারে দেশপ্রেম শিখাইস না, রক্ত আমার বাবা দিয়েছে তোর বাবা দেয় নাই, কেন বড় বড় কথা বলছ আর গঞ্জিকায় টান মারছ, আমি দেশে আফগানিস্তানের গান গাইব নাকি পাকিস্তানের গান গাইব সেটা আমার ব্যাপার কারণ আমার বাবার রক্তে অর্জিত এদেশের স্বাধীনতা, আমি স্বাধীন বলে সবার গান গাইতে, আমরা বিশ্ব মুসলিম ভাই ভাই- তোরা কি জানছ আজো ৭১ সালে সেদিন মুজিবও রক্ত দেয় নাই জিয়া ও রক্ত দেয় নাই আর তোর মতো নাস্তিকের বাবাও রক্ত দেয় নাই, দিয়েছে আমার বাবার মতো নিরীহ লোকেরা। তোদের মতো নাস্তিকদের রক্ততো বিষাক্ত দেওয়ার মানেই হয়না, তোদের মতো নাস্তিকরা সেদিন এদেশে থাকলে হয়তো আমার বাবা এদেশের স্বাধীন পতাকা ছিনিয়ে আনতে পারত না। আমি নামায পড়ে বলে কি আমি ছাগু, মুক্তিযুদ্ধ নিয়ে দালালি করতে আইলে তোদের মুখে করমু আমি হাগু।

বিষয়: বিবিধ

১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File