যা দেখে স্তম্ভিত! জানাই ধিক্কার তথাকথিত দেশপ্রেমিদের!!!

লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ০৫ মার্চ, ২০১৩, ০২:০৩:২৪ দুপুর

বেশ হতাশার মাঝে কাটছে আমার সময়। গতকয়েকদিন ধরে বাংলাদেশেলর তথাকথিত সবগুলো সুশীল মিডিয়া যেভাবে শিবিরের পিছু নিয়েছে তা দেখে মনে হয়েছে বাংলাদেশের এক ভয়ঙ্কর দলের নাম শিবির। আমি এতদিন জানতাম না শিবির যে মাঠে এতটা মারকুটে খেলতে পারে। কোথাও কিছু ঘটলেই মিডিয়া যেমন শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে আর এসস দেখে শিবিরমহলও বেশ উদ্দীপ্ত হয়ে ওঠছে সর্বত্র। এতে কেউ আছে চলছে যুদ্ধ ডান-বাম জানি না শেষ কোথায়?

আমার্ এটুকু ছোট দেশ দেশপ্রেমিকের অভয়ারণ্য যে দেশে সত্য কথা বলার জন্য কোনো মানুষ নেই। যে দেশে নিজেদের সার্বভৌমত্ব অন্য কেউ লঙ্ঘণ করলে ভয়ে সেই দেশপ্রেমিকরা কথা বলে না। যেদেশের ৪ শতাংস নাস্তিক মানুষ ৯০ শতাংস মুসলমানের দেশে বড় গলায় সংসদে গিয়ে ইসলামের রাজনীতি বন্ধ করার প্রস্তাব তুললেও কেউ প্রতিবাদ করে না। যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে সব হালারা প্রতিবেশি রাষ্ট্রের দালালি করে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়া সত্ত্বেও তারা নিজেদের দেশপ্রেমি দাবি করলে কেউ তার প্রতিবাদ করে না। ধিক্কার সেসব তথাকথিত দেশপ্রেমিদের যারা ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেয় আর গতকাল যে মুহুর্তে শ্রী প্রণবকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে বাংলাদেশের রাষ্ট্রপতি ঠিক তখন ভারতের সীমান্তরক্ষী হায়েনা বিএসএফ বাহিনী নির্বিচারে বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে শুকুনের মতো মাংস খাওয়ার পরও কোনো দেশপ্রেমি তার প্রতিবাদ করল না। যে দেশে হাজারো মানুষ রাস্তায় না খেয়ে থাকে অথচ বাংলাদেশের মন্ত্রীরা বড় ধরণের অর্থ কেলেঙ্কারি করা সত্ত্বে ও কোনো দেশপ্রেমিক তার প্রতিবাদ করে না! হতাশা এই জাতির জন্য ধিক্কার সেই তথাকথিত দেশপ্রেমিদের।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File