হায়রে নিলর্জ মিডিয়ার নিলর্জ সাংবাদিকরা আত্মহত্যা কর সবগুলা............
লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ১১ এপ্রিল, ২০১৩, ০৪:৫৯:১১ বিকাল
হায়রে নিলর্জ মিডিয়া। কোন মাথাটাল হালারা যে তোদের সাংবাদিক বলে তা কিছুতেই মাথায় ঠুকছেনা কিছুতেই। কচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা কর। পারলে একটা কথার জবাব দিস তো তোদের মাথায় কি আসলেই গবর নাকি বড্ড মূর্খ তোরা? না হলে আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব গ্রেফতার হলো বাকশালী সরকার তাকে ১৩ দিনের রিমান্ড দিয়েছে এটা শুনে তোরা কিভাবে যে উল্লাস করছ। আবার কিছু কিছু ছাগল চেংবাদিককে আজ দেখছি শাহবাগ গিয়ে ইমরাইনারে জিজ্ঞেস করতেছে মাদমুদুর রহমানের গ্রেফতারে আপনার অনুভূতি কি? এরে হালারা একবারও কি খবর নিছস এই ইমরাইনা কেডা? এই ছাগল তোদের গুরুদেব হতে পারে তবে সাংবাদিকতার সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কি? তোদের আজ উচিৎ ছিল বিবিসি, আল জাজিরা সম্পাদকের অনুভূতি কি তা জানা, রয়টার্স সম্পাদক কি বলে সেটা জানা, সিএনএন সম্পাদক কি বলে সেটা জানা, বুঝলাম তা জানার কথা তোদের মাথায় ঠুকেনি আর ঠুকবেও না। তবে কি তোরা প্রেস ক্লাব কিংবা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি কিংবা ঢাকা রিপোর্টাস ইউনিয়নের সাধারন সম্পাদকের অনুভূতি জানার একটুও দরকার মনে করলি না? আরে গাদা তাদের তাদের অনূভুতি জানার বিষয়টি না হয় বাদ ই দিলাম কিন্তু তুই তো একটা মিডিয়াপতির গোলামি খাটতাচছ কাউকে খুঁজে না পাইলে তোর পত্রিকা সম্পাদক কিংবা টিভি পরিচালকের অনুভূতিটা তো জনগণকে অন্তত জানাতে পারছ? হোক না সেও সরকারী দলের গোলাম কিংবা আওয়ামী মিডিয়া মুখপাত্র তবু তো সাংবাদিক বলে কথা! আর এইডা না করে তোরা গেছস শাহবাগি ইমরাইনার কাছে। তাকে নিয়ে একটা অনুসন্ধানি রিপোর্ট করতো দেখি সে আদৌ সত্যিকারের কোনো ব্লগার কিনা? হাজার পথ দূরে থাক সে অনলাইন অ্যাকটিভিস্ট!
ও চেছড়া চ্যাংবাদিকের দল তোদের একটা কথা জানিয়ে রাখি.... তোদের মাথায় যত মণ গবর ই থাকুক না কেন সময় পা্ল্টাতে আর মাত্র কয়েকঘন্টা বাকি জনগণ আজ সত্যটা জেনে গেছে একবার শুধু তাদের মুখোমুখি হয়ে দেখ পাবলিকের গণ জুতার বাড়ি খেয়ে মাথা থেতড়ে ঠিকই যত মণ গোবর রাখছস সব ছিটকে বের করে দিছে।
(প্রিয় অ্যাডমিন মাফ করবেন এক ফেন্ডের লেখা তাই শব্দদোষ থাকাতে আইডি ব্লক করে দিয়েন না প্লিজ.।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন