তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বরূপ
লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২১ মে, ২০১৩, ০২:৫৮:৫৬ দুপুর
শাহ ওয়ালীউল্লাহর (মুজাদ্দেদ : সমাজ সংস্কারক) আদর্শে অনুপ্রাণিত দেওবন্দী ওলামায়ে কেরামগণ ব্রিটিশদের এই দেশে ব্যবসার নামে জেকে বসাকে মেনে নিতে পারেন নি । যদিও ভারত উপমহাদেশের সুবিধাবাদী হিন্দু সম্প্রদায় শুরু থেকেই ব্রিটিশদের দালালী করেছেন । কিন্তু ব্রিটিশরা ভারত উপমহাদেশে সুবিধাবাদী একদল মুসলমানকে চেয়েছিল, যারা তাদের পা চাটবে, ভাগ্যক্রমে পেয়েও গিয়েছিল তারা মুসলিম নামধারী (ভারতের স্বাধীনতাকামীদের দুশমন ও গাদ্দার) দুটি সম্প্রদায়কে , এর একটি হল : কাদিয়ানী সম্প্রদায় , এবং অন্যটি সন্যাসী বা সাধু ভাবাপন্ন কুসংস্কারাচ্ছান্ন (মাজারের নামে কবরপূজা করা, বাবার দরবারে গিয়ে ছেলে সন্তান চাওয়া) আহমদ রেযা খান বেরলভীর মতাদর্শে বিশ্বাসী তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত । ভারত উপমহাদেশকে যখন ওলামায়ে দেওবন্দ দারুল হারব (যুদ্ধাক্রান্ত দেশ) ফতোয়া দিয়ে আযাদীর ডাক দিয়েছিলেন , অপরপক্ষে কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভণ্ডনবী গোলাম আহমদ কাদিয়ানী (নবুওয়াতের দাবীদার) ও কুসংস্কারাচ্ছান্ন আহমদ রেযা খান বেরলভী ওলামায়ে দেওবন্দের ফতোয়া "স্বাধীনতার জন্য জিহাদের ঘোষণাকে" প্রত্যাখ্যান করে ব্রিটিশদের পক্ষে সাফাই গায় । তখন থেকে তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রদায় গায়ে পড়ে দেওবন্দী আলেমদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় বা ব্রিটিশরা তাদেরকে স্বাধীনতাকামীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় । তাদের সেই সুবিধাবাদী চরিত্র এখনও বিদ্যমান । যেই সরকার ক্ষমতায় থাকে তাদের পদলেহন করে তাদের উচ্ছিষ্ট ভোজনে পারদর্শী ।
বিষয়: বিবিধ
১৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন