আওয়ামী সরকারের এখন কিছু লাশের প্রয়োজন
লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২৩ এপ্রিল, ২০১৩, ০১:৩৫:৫৫ দুপুর
২৭ এপ্রিল নারী সমাবেশে সরকার বাহিনী কতৃক বোমা হামলার আশংকা প্রকাশ করেছে গোয়েন্দারা । নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা বলেছেন ঐ দিন সরকার বাহিনী কর্তৃক হামলা করে দোষ চাপানো হবে হেফাজত আর জামাতীদের উপর । মূলত হামলার উদ্দেশ্য হলো আগামী ৫ ই মে'র কর্মসূচি পন্ড করা । উপস্থিত নারীসহ ও সাধারণ মানুষের যতই ক্ষতি হোক তাতে সরকারের কোন কিছু যায়-আসেনা । সরকারের উদ্দেশ্য হলো যেকোন মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখা । আর সরকার ভালোভাবেই জানে যে ৫মে ঢাকা অবরোধ করলে সরকার পতন অনেকটা নিষ্চিত হয়ে যাবে । ঢাকার বিভিন্ন গার্মেন্টস মালিকদের গার্মেন্টস বন্ধের হুমকী দিয়ে কিছু উপস্থিতি নিশ্চিত করেছে বলে এক গোয়েন্দা জানায় ।
অপরদিকে ২৭ এপ্রিলের নারী সমাবেশ নিয়ে প্রচারণায় গণজাগরন মঞ্চের পক্ষ থেকে সমাবেশে উপস্থিতির জন্যে ভিকারুন্নেসা আর ইডেন কলেজের অধ্যক্ষের নিকট চিঠি পাঠিয়ে অলরেডি বিভিন্ন রকম চাপ দিচ্ছে । এছাড়া আরও বিভিন্ন গার্লস স্কুল কলেজে চিঠি পাঠানো হচ্ছে।
নারী সমাবেশের মাধ্যমে নারী অধিকার রক্ষা সরকারের মূল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিছু লাশ !সরকার ঐদিন লাশ চায়।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন