ইসলামের নামে কিছু হলেই তা হয় সেকেলে আর আধুনিকতা বা সংস্কৃতির নামে হলে তা কি ? আসলেই এরা ইসলামফোবিয়ায় আক্রান্ত ।
লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২০ এপ্রিল, ২০১৩, ০১:৩৮:১৬ দুপুর
যদি ইসলাম নারীকে পর্দা করতে বলে হিজাব করতে বলে তাহলে তা মধ্যযূগীয় বা সেকেলের অজুহাতে বর্জনীয় হয়, তবে মাটির হাঁড়ীতে পান্থা খাওয়ার মত আদিকালচার কেন হবে উত্সবের 'উপাদান' ?
যদি সেলোয়ার কামীজ ওল্ডমডেল বলে প্রত্যাখ্যাত হয়, তাহলে লাল পাইরের সাদা শাড়ীতে গুটগুটে লাল টিপের পুতুল সাজাকে কেন বলা হবে 'বর্ণিল সজ্জা' ?
যদি কোরানের শিক্ষাকে বলা হয় দেড়হাজার বসরের পুরনো কেচ্ছা, তবে কেন তিলক ঢুলক রাসীর আশীর্বাদ নিয়ে বৈশাখী 'অগ্রযাত্রা' ?
যদি "আল্লাহ অদৃশ্য শক্তির বিশ্বাস" হয় বদ্ধ মস্তিষ্কের ফসল, তবে বত্সরের প্রথম দিবসে মঙ্গল যাপনের উদ্দেশ্যে কেন মুক্তমনাদের 'শোভায়াত্রা' ?
যদি দাড়ী, টুপি, ওড়না হয় পুরনো সংস্কৃতি , তবে কাছিম কুমির নিয়ে কেন বৈশাখী র্রালী' ?
যদি লাল পাইরের শাড়ী, গোল টিপ বা পাঞ্জাবী লুঙ্গি আর পান্থা ইলিশ হয় বাঙালী সংস্কৃতি , তাহলে কথিত দেশপ্রেমীদের উঠাবসায় কেন অন্য কালচার বা সংস্কৃতি ?
যদি সহস্র বসরের পুরনো সংস্কৃতিকে ধরে রাখাই হয় বাঙালী জাতির অহংকার, তবে সহস্রোত্তর ইসলামের সর্বাধুনিক বিধানকে নিয়ে কেন এত মাথা ব্যাথা ?
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন