টুথপেস্টের ব্যবহার, আমাদের পড়া দরকার

লিখেছেন লিখেছেন টালের পাখা ১৭ জুন, ২০১৪, ০৩:২৮:৪৪ দুপুর



টুথপেস্ট ব্যবহার করা হয় শুধু দাঁত মাজার জন্য। এর আর কী কোনো কাজ রয়েছে? অনেকেই জানেন না দাঁত মাজা ছাড়াও আরো ৯টি দারুণ কাজ করতে পারবেন টুথপেস্ট দিয়ে।

১. গোসলের পানিতে বুদ্বুদ : বাথটবে গোসলের পানিকে ফেনিল করতে চান। হাতে পেস্ট নিয়ে পানিতে নিয়ে দুই হাত ঘষাঘষি করলেই বুদ্বুদে ভরে যাবে পানি। এতে চোখ জ্বলে না।

২. নখের শক্তি বৃদ্ধি : দাঁত মাজার সময় নখে একটু পেস্ট নিয়ে ঘষা-মাজা করুন। দেখবেন নখগুলো আগের চেয়ে অনেক বেশি চকচক করছেন এবং এর স্বাস্থ্যও ভালো হয়ে যাবে।

৩. কাপড়ের কালচে দাগ গায়েব : কার্পেটে দীর্ঘদিনের কালচে দাগ পড়ে রয়েছে? ব্রাশের আগে পানি আর পেস্ট দিয়ে দাগের জায়গাটি ঘষে নিন। তার পর ব্রাশ দিয়ে ঘষুন। দেখবেন দাগ উঠে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। যেকোনো কাপড়ের দাগও পেস্ট দিয়ে ওঠানো যায়। তবে দাঁত অত্যাধিক সাদা করার জন্য বিশেষ টুথপেস্ট ব্যবহার করবেন না।

৪. চুল গোছাতে : চুলের জেলের মতো পদার্থ রয়েছে টুথপেস্টে। একে বলে ওয়াটার সল্যুবল পলিমার। এলোমেলো চুল গুছিয়ে নিতে যেভাবে জেল ব্যবহার করি, সেভাবেই পেস্ট ব্যবহার করে চুল পরিপাটি করে নিতে পারবেন।

৫. গহনা পরিষ্কার রাখা : সোনা, রূপা, হীরা, জহরত ইত্যাদি ঝাঁ চকচকে হয়ে যাবে টুথপেস্ট দিয়ে ধুয়ে নিলে। এসব গহনায় পেস্ট দিয়ে রাখুন সারা রাত। তার পর সকালে উঠে হালকাভাবে পরিষ্কার করে নিন। তবে মুক্তা পরিষ্কার করবেন না টুথপেস্ট দিয়ে।

৬. ইস্ত্রির ধাতুর কালো দাগ তুলতে : আয়রন করার সময় যদি ডিসটিল্ড পানিও ব্যবহার করেন, তবুও এর ফোকরগুলোতে কালো দাগ পড়ে যায়। টুথপেস্টে সিলিকা থাকে। তাই এটি দিয়ে আয়রনের ধাতব পাতটি ঘষলে এটি চকচকে হয়ে যাবে।

৭. পোকা-মাকড়ের কামড়ে শান্তি : পোকা-মাকড়ের কামড়ে জ্বালা-পোড়া কমাতে তাৎক্ষণিক টুথপেস্ট দারুণ কাজ দেয়। মশার যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন টুথপেস্ট ব্যবহার করে।

৮. পোড়ার জ্বালা কমাতে : আগুনে বা ইস্ত্রিতে হাত লেগে হাত পুড়ে গেলে দ্রুত সেখানে টুথপেস্ট লাগিয়ে নিন। এটি রান্নাঘরে ফার্স্ট এইড হিসেবে রেখে দিতে পারেন। সারা রাত পোড়া অংশে পেস্ট লাগিয়ে রাখলে তা প্রায় ভালো হয়ে যায়।

৯. আসবাবের দাগ তুলতে : পানি বা পানীয়র দাগ থেকে শুরু করে যেকোনো দাগ আসবাবের সৌন্দর্য নষ্ট করে দেয়। এসব স্থানে টুথপেস্ট লাগিয়ে শুনকো কিছু দিয়ে ঘষুন। এভাবে রেখে দিন না শুকানো পর্যন্ত। এর পর মুছে ফেলুন। আসবাব নতুন করে পলিশ করার আগেও একই কাজ করতে পারেন।

সূত্র : ইন্টারনে

**** সমাজকে তথা দেশকে সুন্দর করতে যদি এমন একটি টুথপেস্ট তাহলে কত ভাল হত।

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235805
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
ছিঁচকে চোর লিখেছেন : হুম জানলাম। কাজে লাগাতে হবে।
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:২৪
182295
টালের পাখা লিখেছেন : ধন্যবাদ
235816
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
সন্ধাতারা লিখেছেন : অনেক দিন পর আপনাকে ব্লগে দেখলাম! কোথায় ছিলেন এতদিন? আপনার ব্লগটি পড়ে উপকৃত হলাম। ভালো থাকবেন।
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:২৬
182296
টালের পাখা লিখেছেন : ব্লগে না আসলে ব্লগে আপনাদের লেখা পড়ি সবসময়। ধন্যবাদ মনে রাখার জন্য।
235830
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:১৭
কুশপুতুল লিখেছেন : টুথপেষ্টের এত গুণ, পড়ে আমি টাশকি!
নকল হলে এটা দিয়ে কাটবে নাকি ঘাস কি?




ধন্যবাদ আপনাকে।
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
182298
টালের পাখা লিখেছেন : Rolling on the Floor
235855
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
সান বাংলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Good Luck
235862
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
প্রবাসী আশরাফ লিখেছেন : পাঠে বিশেষ উপকৃত হইলাম। Give Up
235913
১৭ জুন ২০১৪ রাত ০৮:২৩
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
243620
১১ জুলাই ২০১৪ রাত ০১:২৭
জোবাইর চৌধুরী লিখেছেন : উপকার পোষ্ট, ভালো লাগল, অশেষ ধন্যবাদ।
262590
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
শিব্বির আহমদ ওসমানী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File