নরাধম

লিখেছেন লিখেছেন টালের পাখা ০৩ জুন, ২০১৩, ০২:৪৪:১৮ দুপুর

বাপের বেটা তুমি

বাপরে বাপ

দন্ত কিড়মিড়িয়ে তুমি

দেও দৌড়ঝাপ

রক্ত লাল চোখে তুমি

তাকাও যে দিকে বাপ

সর্বনাশের কড়াল গ্রাসী

লুটিয়াছে কত প্রাণ

হস্তে থাকে তোমার প্রাণনাশী

থাকে মুখে হুংকার

ঝাপিয়ে পড় তুমি

আর নাহি রেহাই তার

না পার করতে রক্ত তৈরি

শুধু ঝড়াতে পার তা আবার

কত মার ধন কত মানিক

হারিয়াছে প্রাণ তোমার কারন

পিচাশ তুমি, হায়ানা তুমি

হবে একদিন তোমার বিচার

যতই তুমি হও শক্তিশালী

জনগন এক শানিত আধার

শেষ হবে তুমি

শেষ হবে তোমার অত্যাচার

নরাধম তুমি

বাপরে বাপ।

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File