আমার বাংলাদেশ
লিখেছেন লিখেছেন টালের পাখা ১৯ মে, ২০১৩, ১১:৩৯:৩৬ সকাল
বক উড়ে যায় নীল আকাশে
সাদা মেঘের মতো
বুলবুলি আর টুনটুনি খেলে
দুষ্ট ছেলের মতো
ঘরে আমার মন বসেনা
কুকিলের গান শুনে
ইচ্ছে করে ঘুরে বেড়াই
প্রজাপতির মতো
রঙ্গবেরঙ্গের ফুল দেখব
মনের ইচ্ছে মতো
ইচ্ছে হয় উড়ে বেড়াই
রঙ্গের ঘুড়ির মতো
আকাশ থেকে নীল মেখেছে
নীল পরীরা যতো
দুষ্ট ছেলে করছে খেলা
মনের আনন্দেতে
মাগুর শিং রুই কাতলা
ধরছে দামাল ছেলে
ফিঙ্গে নাচে ডিঙ্গে বসে
মাছরাঙ্গা খায় মাছ
এমন দেশটি কোথায় পাবে
মিলবে নাতো আর
ফুলে ফলে পুষ্প কাননে
অপরুপ আমার দেশ
এই দেশটির নামটি হলো
আমার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
২০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন