ডাক হরকার-রানার
লিখেছেন লিখেছেন টালের পাখা ১৮ মে, ২০১৩, ১২:৪১:৪৯ দুপুর
অনেক দূর, বহুদূর
চলতে হবে ঘোড়াদৌড়
এক হাতে হারিকেন, অন্যটিতে বল্লম
প্রীয়জনকে ছেড়ে চল্লাম
মাঠ-ঘাট প্রান্তর
ঘাস,দুবলা পদাংক
ঘাড়ে আছে স্বপ্নের বোঝা
মা, বোনের কত আশা
ক্লান্তিহীন, ঘর্ম শরীর
পথ চলা পিপাসাহীন
সদা সংকট সদা ভয়ব
কখন জানি আসে মৃত্যুদূত
তবুও আমায় যেতে হবে
ক্লান্তি, শ্রান্তি, ভয় ফেলে
যেতে হবে অন্যের স্বপ্ন নিয়ে
পাহার-পর্বত, জঙ্গল পেরিয়ে
সূর্য উঠার আগে আগে
পৌছতেঁ হবে আমায় গন্তব্যে
নিজের স্বপ্ন ভেঙ্গে দিয়ে
অন্যের স্বপ্ন কধেঁ নিয়ে
যেতে হবে অনেক দূর
আমি ডাক হরকার, রানার
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন