মা নিয়ে যত আকাঙ্খা
লিখেছেন লিখেছেন টালের পাখা ০৬ এপ্রিল, ২০১৩, ১২:১৩:২৩ দুপুর
'মা' ছোট একটি শব্দ। কিন্তু এর মহত্য যে কতদূর, তা চিন্তার বাইরে। না চিন্তার বাইরে না। চিন্তার ভিতরেই। তবে আমরা এই চিন্তাটা করি না অনেকে। আমরা কখনো চিন্তা করিনা মা কথাটির গভীরতা কত! আমাদের মুখের প্রথম শব্দটিই ছিল এই "মা"। কিন্তু আমরা ভুলে যাই, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এই 'মা' শব্দটি থেকে। কতই না নির্মম। মাকে নিয়ে একটু চিন্তা করি, মা আমাদের কত কষ্ট করে বড় করেছেন। নিজে খেয়ে না খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করেছেন। নিজে কষ্ট করেছেন্ কিন্তু আমাদের তা বুঝতে দেননি। আমাদের কত রকম বায়না মিটানোর চেষ্টা করেছেন্। ভুলে যাই আমরা সব কিছু। কেন ভুলে যাই? হয়ত উত্তর অনেক পাওয়া যাবে। তারপরও বলব মা চিরন্তন সত্য। যখন জ্ঞান-বুদ্ধি ছিলনা তখন সবকিছুতেই ছিলেন মা আর যখন জ্ঞান-বুদ্ধি হলো পর হল মা। এইটা বাঞ্চনিয় নয়। সবসময় সর্বক্ষেত্রে মাকে রাখতে হবে সর্বোচ্চ আসনে। মা সৃষ্টিকর্তার পরম দান আমাদের জন্য। আসুন আমরা বদলে যাই। সমাজের সবাইকে বদলিয়ে দেই। যাতে আমরা মাকে শ্রদ্ধা করি মনের গভীর থেকে। আর যেন কোন মা অবহেলিত না থাকে। আর যেন কোন মা র্দীঘশ্বাস না ছাড়ে। কোন মা যাতে আর কোনদিন বিদ্ধাশ্রমে যেতে না হয়। আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের মার মুখে হাসি ফুটিয়ে দেই। আসুন আমরা স্বর্গীয় সমাজ তৈরি করি। আমরা যদি এই সমাজ তৈরি করতে না পারি, তাহলে আমাদের প্রজন্ম আমাদেরকেও এই ভাবে অবহেলা করবে। আমাদের জায়গা হবে বিদ্ধাশ্রম নামের জাগতিক নরকে। এখনই সময়, আসুন চেষ্টা করি নিজেকে বদলে নিতে, সমাজকে বদলে দিতে। প্রতিবেশী কেই যদি এই সমস্যায় থাকে তাহলে তাকে বুঝিয়ে দেই যাতে সে ফিরে আসে সঠিক পথে। কথাগুলো যদিও অগুছালো কিন্তু মনের আকাঙ্খাগুলো গুছালো। আসুন সবাই চেষ্টা করি মনের অকৃত্রিম আকাঙ্খাগুলো পুরন করতে।
বিষয়: Contest_mother
১৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন