অমিয় প্রেমের সুধা পিয়ে যাও
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০১ এপ্রিল, ২০১৩, ১০:১৫:৫৭ রাত
(মানুষের তিনটি গুণ সহজেই যে কাউকে আকর্ষণ করে। সুন্দর চাহনী, মুচকি হাসি ও মিষ্টি কথা! এ তিনটি গুণ দিয়ে মানুষ জয় করে নিতে পারে অন্য কারো মন! সে দৃষ্টিকোণ থেকে আমার এই কবিতা)
তোমার হরিণী চোখের
মায়াবি চাহনী কোন এক
অবুঝ ভাষায় আমাকে ডেকে যায়
যেন বলে- তুমি তৃষ্ণার্ত
হে পথিক এসো শান্ত এ সরোবর থেকে
অমিয় প্রেমের সুধা পিয়ে যাও!
তোমার রাঙা ঠোঁটের
বাঁকা মুচকি হাসি কোন এক
কোমল স্পর্শ হয়ে আমাকে ছুঁয়ে যায়
যেন চঞ্চল হাওয়া হয়ে
হৃদয়ের সূপ্ত প্রেমের দেশে
কি অব্যক্ত তোলপাড় তোলে যায়!
তোমার আদুরী মুখের
মিষ্টি কথাগুলো কোন এক
জাদুকরী তীর হয়ে পাজরে বিঁধে যায়
যেন সারাটা হৃদয় ব্যাকুল হয়ে
তোমাকে খুঁজে ফিরে
তনুমনে অজানা প্রেমের শিহরণ বয়ে যায়!
০১/০৪/২০১৩
বিষয়: সাহিত্য
২৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন