প্রেম–প্রার্থনা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ জুলাই, ২০১৬, ০৯:৫২:১০ সকাল
আমার অঢেল অর্থ নেই। তোমার জন্য 'আল হামরা প্রাসাদ' (লাল ভবন) আমি নির্মাণ করতে পারবো না। কিন্তু এ হৃদয় নিভৃতে যে 'ময়ূর সিংহাসন' আমি গড়েছি তোমাকে তার 'সুলতানা' (রাণী) বানাতে পারি।
আমি প্রেমিক।
এই আধুনিক পৃথিবীর আধিপত্য আমি চাই না। বেইজিং, ওয়াশিংটন, মস্কোর মতো বিশ্ববাজার নিয়ন্ত্রণের 'কোল্ড ওয়ারে' আমি অস্থির থাকতে চাই না। আমি তোমাকে চাই। তোমার হৃদয়-সাম্রাজ্যের একক আধিপত্য চাই।
আমি প্রেমিক।
তবে সিংহলদ্বীপের রাজকন্যা রূপের সম্রাজ্ঞী 'পদ্মাবতীকে' আমি চাই না। বিষাদসিন্ধুর কাহিনী নিয়ন্ত্রণের নায়িকা 'জয়নবকে'ও না। শুধু তোমাকে চাই। এই সাধারণ তোমাকে অসাধারণভাবে পেতে চাই।
আমি প্রেমিক।
আমি প্রেম চাই। মহুয়ার প্রেম। তোমার জন্যে সিংহাসন, সাম্রাজ্য সবটাকে ধুলোয় লুটিয়ে আমি 'নদের চাঁদ' হতে পারি। মনের গহীন থেকে ভালোবেসে বরুনার কথা মতো একদিন তোমার বুকেও মাংসের গন্ধ পেরিয়ে আতরের সুগন্ধি খুঁজে নিবো। লালপরী, তুমি ভালোবাসবে আমায়? আমাকে ভালোবাসা দিয়ো। ভালোবাসা দিয়ো।
২৮.০৭.২০১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৬৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন