ক্লান্ত পথিক
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৫ মার্চ, ২০১৩, ১১:২৪:২৮ রাত
তুমি আজ এতো নিরব কেন?
শুননি সে আহ্বান?
ব্যাকুল চিত্ত মত্ত হয়ে বারবার বলেছিল-
ভালবাসি
শুধু তোমাকে ভালবাসি।
দিকহারা প্রান্তর
দৃষ্টি সীমানার ও প্রান্তে
যেন মিশেগেছে নীলাকাশ,
পরিছন্ন মেঘগুলো মেতেছে খেলায়!
সে প্রান্তসীমায় তুমি দাঁড়িয়ে আছো ভেবে
হেঁটেছি কত, মনে হয়েছিল
মেলে দেওয়া শুভ্র আঁচল
হাওয়ায় দোলে দোলে
এলোমেলো ঢেউ তোলে বলছে-
আসো
কাছে আসো।
আঁকাবাঁকা কত পথ মাড়িয়ে
কত লোকালয় ছাড়িয়ে
আমি আজ শান্ত বিকেলের
এ জনহীন প্রান্তরের মাঝ প্রান্তে।
যতই হাটছি ততই মনে হচ্ছে
দূরে
তুমি বহু দূরে।
আমি আজ ক্লান্ত পথিক
শুধু তোমারি সন্ধানে!
অবশেষে বুঝেছি সে তুমি না, দৃষ্টির ছলনা!
পরিছন্ন মেঘের মাঝে যেন
শুভ্র আঁচলটি মিশে গেছে
থমকে দাড়িয়ে নিষ্পলক আঁখি দু’টি।
হঠাৎ মনে হয়েছে পিছন থেকে
তুমি আমায় ডাকছো!
আমি পিছনেও ফিরে তাকাই,
না
তুমি পিছনেও নাই।
তাই বৃক্ষের শুকনো পাতায়
মর্মর হয়ে বেজেছে এ সূর,
জ্যৈষ্ঠের সঞ্চিত অভিমানগুলো
এই আষাঢ় শ্রাবণে
অন্তহীন বেদনার বৃষ্টি হয়ে ঝরছে।
তবু তুমি শুননি সে আহ্বান?
বিষয়: সাহিত্য
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন