আত্মার উদ্বোধন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:৩৩ রাত
সনেট লেখার দুঃসাহস দেখিয়েছি। জানি না কতোটুকু পেরেছি।
যদি চৌদিক হতে অন্ধকার তোমায় ঘিরে ধরে,
তুমি সম্মুখের দিশা ভুলে যাও তবে দেরী নয়
আর, সিজদায় লুটে পড়ো মহান রবের তরে-
অন্ধকার ঠিকরে আলো আসবে, পেয়ো নাকো ভয়।
যদি কপট পাতকীর মোহ তোমায় অন্ধ করে
তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে অনুতপ্ত হৃদয়
নিয়ে দুহাত তোলো, তুমি অশ্রু ঝরাও চোখে-
সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।
এই বিশ্বব্রহ্মাণ্ডের তিনিই তো প্রভু। তাকে স্মরে
বিশ্বাসী সহস্র প্রাণ, তার নামে জেগে ওঠে হায়
তামাম সৃষ্টিকূল। হে ক্ষুদ্র সত্বা কেন ভুল করে
তাঁকে ভুলে যাও? তাঁর অপার মহিমা দেখ নাই?
তিনি ছাড়া মানুষের কে আছে মাবুদ? তার তরে
গান গাও। তিনি ছাড়া আর কোন ঠিকানা তো নাই।
২১.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৭৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাত্রা ঠিক থাকেনি-
তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে অনুতপ্ত হৃদয়(১৯)
নিয়ে দুহাত তোলো, তুমি অশ্রু ঝরাও চোখে-(১৬)
সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।(১৮)
=======
তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে তাপিত হৃদয়ে(১৮)
ক্ষমা চাও,উঠাও দুহাত,অশ্রু ঝরাও দুচোখে-(১৮)
সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।(১৮)
(সম্পাদিত)
ব্রহ্মাণ্ড শব্দটি এড়িয়ে চলা উত্তম, ওটাতে কিছু সমস্যা আছে!
মন্তব্য করতে লগইন করুন