লাল আবীরের সূর্য আনো
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:৫২ দুপুর
প্রবল শীতে কষ্টে আছে ফুটপাতের ঐ লোকটি
জড়োসড়ো হয়েই আছে মলিন কেমন মুখটি।
একটি পুরান জামাও কি প্রাপ্য নয় আজ তার
এভাবেই আর কতোটা দিন মানবতার হার?
ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কথা ভরা দৃষ্টি
ওদের দেখে কারোর মনে হয় না মায়ার বৃষ্টি?
অগ্রগতির এই যুগে নেই তাদের অধিকার
তাদের বিজয় চুরি করে পকেট ভরে কার?
একটি জামা, একটু আহার এতেই এদের তুষ্টি
তাদের হয়ে তুলবে কে আজ প্রতিবাদের মুষ্ঠি?
বিদ্রোহী আজ ঘুমায় সুখে, কে দিবে হায় ডাক
সূপ্ত তরুণ এবার না হয় একটু তোরা জাগ।
লাল আবীরের সূর্য এনে ভরাও ওদের বুকটি
স্বাধীনতা, বিজয় পেয়ে হাসুক মলিন মুখটি।
সাম্য-ন্যায়ের বাতাস বয়ে মিথ্যা উড়ে যাক
দুঃখ সুখে সবাই সবার আপন হয়েই থাক।
২০.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৮০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা মালার গাঁথুনিতে
ডাক দিয়ে যায় কবি,
অন্ধকার দুর হয়ে দুর
উঠবে কবে রবি ।
অনেক ধন্যবাদ রইলো
আবির রঙে রাঙ্গিয়ে দিয়ে
কাজ হবেনা ভাই,
লাগবে ওদের মানবতা চলুন
সেটাই নিয়ে যাই৷
সাম্য-ন্যায়ের বাতাস বয়ে মিথ্যা উড়ে যাক
দুঃখ সুখে সবাই সবার আপন হয়েই থাক।
কবির দোয়ায় "আমীন, আমীন"-
কবুল হয়ে যাক!!
মন্তব্য করতে লগইন করুন