টিপবে তোমার চোখ?
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৫:৫৬ রাত
(অনেক দিন ছড়া লেখা হয় না, ভুলেই গেলাম মনে হয়)
যদি ইচ্ছে করে
তোমার দিকে
শুধুই চেয়ে থাকি
তুমি লজ্জা পেয়ে
উড়না টেনে
মুখটা দিবে ঢাকি?
নাকি দুষ্ট মেয়ে
উঠবে হয়ে
করবে নানান ঢঙ,
নাকি মনটা চুরি
করবে আমার
ছিটিয়ে প্রেমের রঙ?
যদি পথ হারিয়ে
তোমার পিছু
হাঁটতে শুধু থাকি
তুমি রিক্সা নিয়ে
পালিয়ে যাবে
আমায় দিয়ে ফাঁকি?
নাকি হাঁটতে শুধু
থাকবে তুমি
পথ হবে না শেষ,
আমায় তুমি
পাগল করে
নিবে নিরুদ্দেশ?
যদি চলতে পথে
দেখতে তোমায়
প্রতিটা দিন আসি
তুমি তখন
আমায় দেখে
দিবে মুচকি হাসি?
নাকি রেগে গিয়ে
কটমটিয়ে
ভেংচি দিবে মুখ,
নাকি হেসে হেসে
হঠাৎ করে
টিপবে তোমার চোখ?
১৮.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৭০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"দুষ্টু ছড়া" নাম হিসেবে মন্দ হবেনা, বই ছাপিয়ে ফেলুন!
মন্তব্য করতে লগইন করুন