দ্বিতীয় মৃত্যুর পর...

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৮:১১ রাত



সে একবার ঝড় এসেছিল এখানে, প্রচণ্ড ঝড়।

মধ্যরাতের ভয়ঙ্কর কাল বোশেখীর মতো

দুমড়ে মুছড়ে চুরমার করে দিয়েছিল আমার ভিতরের পৃথিবী।

দীর্ঘকাল ব্যপ্ত করে কল্পনার কনক্রিট দিয়ে আমি

তিলে তিলে যাকে গড়েছিলাম —আমার স্বপ্নভাস্কর্য নগরী।

কিন্তু, ঐ এক ঝড়েই সব শেষ।

জীবনবাদী মানুষরা কখনো হাল ছাড়ে না।

আমিও ছাড়িনি। মনের সবটুকু সাহস, শিল্পত্ব দিয়ে

আমি আবার গড়ে তুলতে চেষ্টা করেছি আমার সেই স্বপ্ননগরীকে।

ভিন্নপথে হেঁটে ভিন্নভাবে আমি ভুলতে চেয়েছি আমার সর্বস্ব হারানো শোক।

ভিন্ন দৃষ্টিতে আমি দেখতে চেয়েছি আমার স্বপ্নভাস্কর্যের বাস্তবিক রূপ।

কিন্তু আবার এই ভয়ঙ্কর ঝড় কেন?

জীবনের এতোটা পথ শেষে কেন এই নূহের প্লাবন?

জগতের বাসিন্দারা অন্ধকারে উদভ্রান্ত হয়ে গেলে

রবের পক্ষ থেকে নাকি ধ্বংস আসে, নূহের প্লাবন আসে।

আমার হৃদয়ও কি তবে অন্ধকারে উদভ্রান্ত?

নূহের প্লাবনে নাকি পৃথিবীর দ্বিতীয় মৃত্যু হয়েছিল।

আমার হৃদয়েরও আজ দ্বিতীয় মৃত্যু হয়েছে।

আমার পৃথিবী এখন এক মৃত নগরী।

যেন কোন বহতা নদীর অববাহিকায় জেগে ওঠা

কোন এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। সময়ের সাক্ষী হয়ে

এখন অবশিষ্ট আছে শুধু কিছু স্মৃতিচিহ্ন। বাকিটুকু ইতিহাস।

আমার আর বুঝতে বাকি নেই— স্বপ্নের মৃত্যু মানুষের জীবনকে ট্রাজিক করে তোলে।

তবে নূহের প্লাবন শেষে পৃথিবীতে আবার আবাদ হয়েছিল।

আমার হৃদয়েও কি হবে?

০২.১২.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১২৮৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352472
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রকৃতির রিতি ঝড় আসবে। প্রকৃতির রিতি আবারও গড়ে উঠবে হৃদয় নগরী।
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৬
292712
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নূহের প্লাবন শেষে পৃথিবীতে আবার আবাদ হয়েছিল। ভরসা এটাই! অনেক ধন্যবাদ
352481
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৩
সন্ধাতারা লিখেছেন : Salam, I hope you will gain your strength back.
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৮
292713
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার সম্মুখে এখন দুটি পথ, একটি আলোর অন্যটি ‍অন্ধকার। আমি আলোর পথে হাঁটতে চাইছি, দোয়া রাখবেন অনেক দোয়া!
352484
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৫
আফরা লিখেছেন : জী ছোটদা হবে ------! হয়ত একটু সময় লাগবে ।
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
292714
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই একটু সময়ের দহন মনটাকে ভীষণ অতিষ্ট করে তুলছে বুবু। দোয়া রাখিয়েন
352489
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : ফেসবুকের শোকে আপনি এভাবে প্লাবিত হবেন জানলে তারানা হালিম বন্ধ করতেন না হয়তো। সরি, ঘটনা জানিনা বলে মন্তব্য করতে পারছিনা। সেরে উঠার জন্য শুভকামনা রইল। Good Luck Good Luck
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
292717
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঘটনাটা বলতেও ‍পারছি না। তবে অনেক বড় একটি ধাক্কা আমি খেয়েছি, যাকে দ্বিতীয় মৃত্যু মনে হচ্ছে আমার। দোয়া রাখবেন।
352496
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫৩
কাহাফ লিখেছেন :

'অন্যায় ভাবে একটা মানব হত্যা সমগ্র মানব হত্যা যেন! সে হিসেবে একটা স্বপ্নময় মন ভাংগা এমনই মারাত্মক একটা কাজ!'
অনেক অনেক শুভ কামনা রইল ভাই!!
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
292718
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই দোয়া রাখবেন। অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য
352509
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:২০
হতভাগা লিখেছেন : ভাইজানের কি জন্ডিস হইছে নাকি ?
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
292719
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আরে না। দ্বিতীয় মৃত্যু হয়েছে!
352523
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৪
egypt12 লিখেছেন : সুন্দর অভিব্যক্তির কাব্যিক প্রকাশ ভালো লাগলো।
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
292720
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দেখা হলে বিস্তারিত বলবো, দোয়া রাখবেন।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪২
293151
egypt12 লিখেছেন : আচ্ছা অপেক্ষায় রইলাম।
352569
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আশা তার একমাত্র ভেলা!.. অনেক ধন্যবাদ
০৫ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০১
292887
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাই
353034
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কবিতা-ই ভেবেছিলাম,
কিন্তু মন্তব্যে বুঝলাম- বাস্তবতা বিদ্যমান!!
বিশেষ কোন সঙ্কট??
ব্যক্তিগত/পারিবারিক/অন্যকিছু??
পরামর্শ করছেন কারো সাথে??
একান্ত ব্যক্তিগত হলেও একাই সবকিছু সমাধান করা যায়না!!
দোয়া করি...
০৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২১
293179
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ।
কবিতাই লিখেছি মনে হয়। সমাধানের চেষ্টা চলছে। দোয়ার জন্য অনেক ধন্যবাদ রইলো ভাইGood Luck Good Luck Good Luck
১০
353853
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২০
রফিক ফয়েজী লিখেছেন : দ্বিতীয় মৃত্যুর পর তৃতীয় জীবটা সুন্দর হউক একামনাই রইল। ভাল থাকুন সবসময়।
১৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
293883
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখন প্রথম মৃত্যুর জন্য অপেক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে দোয়‍ার জন্যGood Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File