পাখির মতো উড়ি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৫ নভেম্বর, ২০১৫, ১১:১১:৪৭ রাত
এখন চলতে পথে
চোখটি তুলে
তোমায় দেখি না,
এখন মিছেমিছি
তোমার প্রেমের
সুভাস মাখি না।
এখন ইচ্ছে হলেও
নেই না আমি
তোমায় দেবার ফুল,
আমি তোমায় ভেবে
যখন তখন
করি না আর ভুল।
এখন সত্যি করে
বলছি তোমায়
ভালোবাসি না,
এখন ইচ্ছে হলেও
তোমায় দেখে
মুচকি হাসি না।
এখন উদাস হয়ে
গাই না আমি
সুর হারানো গান,
আমি নিজেই এখন
ভাঙ্গি আমার
উড়কু অভিমান।
এখন মনের ঘরে
যতন করে
তোমায় রাখি না,
এখন চুপটি করে
কল্পনাতে
তোমায় আঁকি না।
এখন দুষ্টমিতে
হই না আমি
তোমার মনের ঘুড়ি,
আমি শূন্য মনে
শূন্যতাতে
পাখির মতো উড়ি।
১১.১১.২০১৫
ফেইসবুক নাই, লেখালেখিরও কোন খবর নাই! কোন এক সময় লিখতাম মাঝে মাঝে এখন সেটাই মনে পড়ে। পুরাতন লেখাগুলো পড়ি, কখনো মনে হয় আমি অনেক ফালতু ফালতু কিসব লিখেছি, আবার কখনো মনে হয় আমি অনেক ভালো, দামি কিছু লিখেছি। আসলে যে আমি কোন ঘোড়ার ডিম পেরেছি নিজেও জানি না!হাহাহাহা...
বিষয়: সাহিত্য
১২২৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো ধন্যবাদ
'তুমি হীন আমি,
আগের চেয়েও দামী!'
সুন্দর ছন্দময় উপস্হাপনায় স হমত ও ধন্যবাদ! 'তুমি'দের বয়কট করলাম....
মন্তব্য করতে লগইন করুন