বিজনেস
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৩ আগস্ট, ২০১৫, ০৪:২২:১১ বিকাল
পোস্ট মডার্ন এইজ
মানুষকে বানিয়েছে অক্টোপাস।
মাত্রাতিরিক্ত লোভ-স্বার্থপরতা-
আত্মকেন্দ্রিকতার প্রভাবে
মানুষের শরীরে এখন জন্ম নিয়েছে অদৃশ্য অষ্টহাত।
সময়ের লুহাওয়ায় মানুষের মানস এখন বিকৃত,
অস্থির-টগবগে।
স্বার্থসিদ্ধিতে বিবেক এখন বেআব্রু,
যখন যেখানে যা পায়
সবটাই নিজের করে নিতে উদ্বাহু সবাই,
চেটেপুটে সবটুকু খেতে
তৃষ্ণার্ত কুকুরের মতো লকলকে
জিহ্বাকে প্রস্তুত করে রেখেছে আড়ালে।
সমাজের প্রতিটি সেক্টর-
টপ টু বটম এখন বুর্জোয়াদের দখলে।
প্রেম-পরার্থ-প্রাকৃত এখন পরাজিত-সত্য।
এই আধুনিক সময়ে সখি-
তোমার ভালোবাসাও কেমন যেন উদ্ভট
বিজনেস মনে হয়।
_
১৩.০৮.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
৯৮৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালই তো বিজনেস কুইন এর ভালবাসা পাচ্ছে....
অনেক ধন্যবাদ রইলো আপু
মানুষকে বানিয়েছে অক্টোপাস।
মাত্রাতিরিক্ত লোভ-স্বার্থপরতা-
আত্মকেন্দ্রিকতার প্রভাবে
মানুষের শরীরে এখন জন্ম নিয়েছে অদৃশ্য অষ্টহাত
কথা সত্য ভাই
মন্তব্য করতে লগইন করুন