ক্লান্তিময় হাসি

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৩ জুলাই, ২০১৫, ০২:৫৮:১১ দুপুর

এক আলো ঝলমলে শ্রাবণ সন্ধ্যার

রাঙানো মুহুর্তে দেখা হয়েছিল দুজনার

লজ্জায় লুকানো চোখের

ঘোমটাকে একটু তুলে সে আমাকে বলেছিল-

‘কেমন আছেন?’

তার সাজানো মুখ

লুকোচুরি ভাব

শীতল কণ্ঠের আবেশে

তলিয়ে যাওয়া নৌকার মতো

আমি হারিয়ে ফেলেছিলাম আমার আমিত্বকে।

একেবারে হাই স্মার্ট ভাব নিয়ে

বিরহ মাখানো কণ্ঠে আমি বলেছিলাম

‘আমার ভালো থাকা তো সব তোমার কাছে’

একটু অপ্রস্তুত

বৃষ্টিতে ভেজা প্রকৃতির মতো মুখ

তবু ছলনা মাখানো কণ্ঠে সে বলেছিল

‘এটা কেমন কথা?’

কথাহীন সেই আমি

নিজের ভিতরে নিজেকে লুকিয়ে ভাবুক কবির মতো

দিয়েছিলাম একটি ক্লান্তিময় হাসি।

তারপর ‘যার পথে যে’

আমি কখনো ভুলিনি তাকে

কি জানি

সেই হাসিতে সে খুঁজেছিল কিনা তার উত্তর!

_

১১.০৬.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

৯৪০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331285
২৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাঠি দেখি জরুরি হয়ে পড়ছে।
২৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
273548
আফরা লিখেছেন : সবুজ ভাইয়া এই লাঠি মারেন জুড়ে
২৩ জুলাই ২০১৫ রাত ১১:২১
273569
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রখম দেখাতেই মারা হবে @আফরা।
২৪ জুলাই ২০১৫ রাত ০২:০১
273588
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লাঠির কোন বিকল্প নেই..
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫১
274231
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এটাতো বাস্তবে না, কাল্পনায় এমনটা করলেও কি লাঠি হবে? কল্পনায় তো আমি আসতে বলি না, সে নিজের ইচ্ছায় আসে আর যায়। আমি কি করবো?
331301
২৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
আফরা লিখেছেন : সে কোথায় হারিয়ে গেল তাড়াতাড়ি খুজে বের করেন ছোটদা ।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
274232
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কাল্পনিক বিষয়, কল্পনাতেই হারিয়ে গেলো, পৃথিবীর কোথাও এর অস্থিত্ব নেই...
331336
২৪ জুলাই ২০১৫ রাত ০২:০৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমরাও চাই তার উত্তর। পেলে জানাতে হবে কিন্ত্ত.. ধন্যবাদ।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
274233
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সে হয়তো উত্তর পেয়েছে,না পায়লে তো জানতে আসতো, আসেনি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File