বৈশাখী মেলা

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ এপ্রিল, ২০১৫, ১০:০২:৪৫ সকাল



বৈশাখ এলে হয়

বৈশাখী মেলা

ঘুরাঘুরি কতো কি

কেটে যায় বেলা।

Good Luck

পান্তা-ইলিশ খেয়ে

কতো মজা পাই

ঢাকঢোল বাঁশি বাজে

নাচি আর গাই।

Rose

তালে তালে সুখ আনে

নাগরের দোলা

কোন বাঁধা নেই আজ

সব দিকে খোলা।

Good Luck

গজা-মোয়া কতো মজা

বাতাসাও খাই

রঙ-ঢঙ মাখামাখি

সব ভুলে যাই।

Rose

প্রাণে প্রাণে সুখপাখি

খেলে যায় খেলা

ছোট বড় সকলের

বৈশাখী মেলা।

Good Luck

১৪.০৪.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১৪৫৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314808
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:২১
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : মান্যবর মুসলিম ভাই-বোনেরা । বাংলাদেশের জনগণের ৯১% মুসলিম । কিন্তু মুসলিমরা অমুসলিম ও নাস্তিকদের সুদুর প্রসারী ষড়যন্ত্র ও কর্মকান্ডের কারণে আজ হিন্দুয়ানী শিরকী-কুফরী-শালীনতাবর্জিত ও ঈমানবিধ্বংষী বাংলা নববর্ষ পালন করছে । মুসলিমদের এই অবস্হা হতে বের হয়ে আসতে হবে । আর এই লক্ষ্যে মুসলিমদের ইসলামী নববর্ষ পালন করতে হবে । সারা বিশ্বে মুসলিমরা ইসলামী নববর্ষ পালন করে (সৌদি আরব ব্যতিক্রম ) । আমি ধারাবাহিকভাবে কীভাবে ইসলামী নববর্ষ সারা বিশ্বে পালিত হয় তা তুলে ধরবো । আজ আমি মালয়েশিয়ায় কীভাবে ইসলামী নববর্ষ পালিত হয় তা তুলে ধরেছি ।

আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৫
255766
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়াজের জন্য ধন্যবাদ
314828
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পান্তা ইলিশ খাইলে পেটের বারোটা বাজবে!!
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৭
255768
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যারা হঠাৎ করে খায় তাদের পিছনের দরজা খুলে যায়। আমাদের গহিরায় সব সময়ই ইলিশ পাওয়া যায়,খাওয়াও হয় প্রায় সময়। কাজেই আমাদের সমস্যা হয় না, আমরা বারোমাইস্সা বাঙালি।
314858
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৪
আফরা লিখেছেন : ছোটদা মেলায় থেকে আমার জন্য একটু বাতাসা এনে দিবেন ? কত্ত দিন বাতাসা খাই না ।
314868
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪২
বাকপ্রবাস লিখেছেন : Cook Cook Cook Cook

বৈশাখী মেলা
ঠেলি আর
ঠেলা
314897
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৯
314918
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০২
শেখের পোলা লিখেছেন : ছড়াটা সুন্দর হয়েছে৷ মেলার আড়ালের কথাগুলো দিলে আরও ভাল হত৷
315743
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৩
লজিকাল ভাইছা লিখেছেন : ছড়া ভাল লাগল কিন্তূ মেলা ভাল লাগেনা ।তাই মেলায় যাই না।
316138
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪০
egypt12 লিখেছেন : আপনার নাচ দেখতে চাই ভাই Loser
322190
২৪ মে ২০১৫ দুপুর ০২:৪৬
পুস্পগন্ধা লিখেছেন :
নাচা গাওয়া মনে হয় ভালোই হলো.....।
তা হাত পা সব ঠিক ছিলো তো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File