বৈশাখী মেলা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ এপ্রিল, ২০১৫, ১০:০২:৪৫ সকাল
বৈশাখ এলে হয়
বৈশাখী মেলা
ঘুরাঘুরি কতো কি
কেটে যায় বেলা।
পান্তা-ইলিশ খেয়ে
কতো মজা পাই
ঢাকঢোল বাঁশি বাজে
নাচি আর গাই।
তালে তালে সুখ আনে
নাগরের দোলা
কোন বাঁধা নেই আজ
সব দিকে খোলা।
গজা-মোয়া কতো মজা
বাতাসাও খাই
রঙ-ঢঙ মাখামাখি
সব ভুলে যাই।
প্রাণে প্রাণে সুখপাখি
খেলে যায় খেলা
ছোট বড় সকলের
বৈশাখী মেলা।
১৪.০৪.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৪৫৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
বৈশাখী মেলা
ঠেলি আর
ঠেলা
নাচা গাওয়া মনে হয় ভালোই হলো.....।
তা হাত পা সব ঠিক ছিলো তো?
মন্তব্য করতে লগইন করুন