বেলাল বাঁচতে চায়, সে এতকুটু সহানুভূতি চায়...

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ এপ্রিল, ২০১৫, ১১:৩০:০৪ রাত



(বেলালকে জড়িয়ে ধরে তার মায়ের করুন আহাজারী)

তুমি কি দেখেছো কভূ জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়...


গানের এই কথাগুলো দিয়েই শুরু করছি। কারণ আমি দেখেছি, আমি দেখছি তিলে তিলে অসহ্য দহন-যন্ত্রণায় জীবনের ক্ষয়ে যাওয়া, প্রাণের কাতরতা। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করা বেলালের বাঁচার আকুতি।

মোঃ বেলাল উদ্দীন

পিতাঃ ওবায়দুল আলম

বয়স ১৬ বছর

তার ঠিকানা এখন চট্টগ্রাম মেডিকেলে ২৫ নং ওয়ার্ডের বিচানায়।
প্রায় তিনমাস আগে ঢাকার কাঁচপুর ব্রীজের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার দু’টি পা চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরীরে প্রায় অর্ধেক অংশ তেৎলে যায়। ছবিগুলো দেখলে অন্তত কিছুটা বুঝতে পারবেন সে কতোটা মর্মান্তিক-অসহায় দিন যাপন করছে।



মহান মাবুদের কি হেকমত জানি না, তার এই হৃদয়বিদারক বেঁচে থাকার মাঝে। যে দেখতে গেছে তার প্রশ্ন- কেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন?

দ্রারিদ্রের তাড়নায় ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে তাকে পরিবারের দায়িত্ব নিতে হয়। একটি কার্গো গাড়ির হেল্পপার হিসেবে সে অল্প টাকা ইনকাম করে তাদের পরিবারের ব্যয় নির্বাহ করতে শুরু করে। কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস, গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে কাঁচপুর ব্রীজের পাশে দূর্ঘটনার স্বীকার হয়। বাকিটুকু অসহ্য-করুণ-মর্মান্তিক-হৃদয়বিদারক-স্পর্শকাতর।

দুই মাস ঢাকা মেডিকেলে চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য নয়, টাকার অভাবে। টাকার অভাবে। টাকার অভাবে।



কেউ তো বুঝে না প্রাণের আকুতি

বারে বারে সে কি চায়...

বেলালের প্রাণের আকুতি আমি বুঝতে পারছি, সে বাঁচতে চায়। সে আপনাদের এতটুকুন সহানুভূতি চায়। সে একটু দয়া চায়, পৃথিবীতে মানবতা বলতে কিছু থেকে থাকলে সে তা দেখতে চায়।

তার বৃদ্ধ পিতা ও দিন মজুর ভাইয়ের পক্ষে বিশাল পরিবার চালানোর পাশাপাশি তার চিকিৎসার ব্যাপক খরচ চালানো সেই অনেক আগেই স্বার্থের বাইরে চলে গেছে।

তার দরিদ্র পরিবারে পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ, প্লিজ আপনারা তাকে সাহায্য করুন। প্লিজ প্লিজ প্লিজ

সর্বোপরি জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা সেই বেলালের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ নয় সহানূভূতি ভিক্ষা চাই, আপনারা তাকে সাহায্য করুন। প্লিজ প্লিজ প্লিজ

বিস্তারিত জানতে কল করতে পারেনঃ

মোঃ ইলিয়াছ (বেলালের চাচা)

মোবাইল নং- ০১৮১৮২৩২৮৮৪

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

একাউন্ড নং- ৩৯৭৫

উত্তরা ব্যাংক লিমিটেড

কাঠগড় শাখা, পতেঙ্গা, চট্টগ্রাম।

অথবা বিকাশ করতে পারেন- ০১৮৪২৩৯৬০০০ এই নাম্বারে।











বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314158
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৪১
প্রবাসী যাযাবর লিখেছেন : খুবই মর্মান্তিক, যার যার সাধ্য মোতাবেক এগিয়ে আসলে ভাল হয় ।
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫১
255171
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোন
314174
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তোমাকে ধন্যবাদ এরকম একটা মহত কাজ করার জন্য
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০০
255215
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার কাছে মনে হচ্ছে এটাই আমার সেরা পোস্ট। আল্লাহ সহায় হোক সবার
314192
১১ এপ্রিল ২০১৫ রাত ০২:২৯
শেখের পোলা লিখেছেন : বড়ই দুর্ভাগ্য জনক৷ আল্লাহ তার সহায় হোক৷
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৫
255216
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মহান রব সবার সহায় হোক, ‍আল্লাহ তাকে সুস্থ করে দিক, আমিন
314193
১১ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৬
আনিস১৩ লিখেছেন : Inshaallah I will help my brother. May Allah (swt) cure him!
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৭
255217
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোন
314212
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৮:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি মর্মান্তিক, দেখে গায়ে কেমন কাটা দিয়ে উঠল!

তার দ্রুত সুস্থতায় আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি এবং আপনাকেও আল্লাহ্‌ উত্তম জাযা দান করুন মানবিক বিষয়টি উপলব্দি করে সবার সাথে শেয়ার করে সাহায্য পাঠানোর আবেদন জানানোর জন্য।

ইনশা আল্লাহ চেষ্টা করব।
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৭
255218
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাস্তবতা আরো মর্মান্তিক। অনেক ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনার সহায় হোন
314224
১১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫১
কাহাফ লিখেছেন :
মহান আল্লাহর কাছে প্রার্থনা- এই অসহায় বান্দাকে পুর্ণ সুস্হ্য করে সুন্দর ভাবে বাচার ব্যবস্হা করে দিন!

সামর্থবানদের কাছে আবেদন- স্বীয় অবস্হান থেকে সাহায্যে এগিয়ে আসুন!!
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৭
255240
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার সহায় হোক।
314251
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক ঘটনা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৭
255241
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার সহায় হোক
314281
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৫
আফরা লিখেছেন : খুবই মর্মান্তিক, যার যার সাধ্য মোতাবেক এগিয়ে আসলে ভাল হয় শেয়ারের জন্য ধন্যবাদ ।
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৩
255379
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোক বুবু
314611
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একজনের হলেও অন্তত মন গলে যাক এই পোস্ট দেখে, শুধু বেলালের জন্য...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File