স্বাধীনতার ঘ্রাণ

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৬ মার্চ, ২০১৫, ০৮:৫০:০৭ রাত



লক্ষ দামাল শহিদ হলো

বিলিয়ে দিয়ে প্রাণ

রক্তনদী পেরিয়ে পেলাম

স্বাধীনতার ঘ্রাণ।

Good Luck

অমানিশা-আঁধার কেটে

আসলো নতুন ভোর

খুলে গেলো অনন্ত এক

সম্ভাবনার দোর।

Good Luck

স্বপ্ন-আশার আলপনাতে

সাজলো হৃদয় পট

উন্নয়ের আসবে জোয়ার

জাগবে ভাটির তট।

Good Luck Good Luck

যুগ পেরুলেও আসেনি

সেই স্বপ্নসুখের দিন

স্বপ্নাহতের হৃদয় মাঝে

বাজছে দুখের বীন।

Good Luck

জনগণে খুঁজছে আজো

স্বাধীনতার সুখ

কাঙ্ক্ষিত দিন আসবে কবে

ঘুছবে গ্লানি-দুখ?

১৪.০৩.২০১৫

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১০৮২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311259
২৬ মার্চ ২০১৫ রাত ১১:২০
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : মা-শা-আল্লাহ । খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:০৮
252414
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
311271
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাধিনতা কি???
এয়ারটেল কে সুবিধা দিতে সকল দেশিয় অপারেটর কে বন্ধ করে দেওয়া!!
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:০৯
252415
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওদের কাছে এটাই দেশপ্রেম!
311300
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন :
জনগণে খুঁজছে আজো

স্বাধীনতার সুখ

কাঙ্ক্ষিত দিন আসবে কবে

ঘুছবে গ্লানি-দুখ?


এ আমি বিশ্বাস করি না, তারা মোটাও স্বাধীনতা খুঁজছে না! তারা পরাধীনতার মাঝে সুখ পেয়ে সকাল বিকাল আরামচে, ঘুমাচ্ছে, আর স্বাধীনতা আন্দোলনাক্রীদের আয়েশি ভঙ্গিতে বলছে, কি দরকার? ভালই আছি, দেশ ভালই চলছে, সুখে শান্তিতে খেয়ে পড়ে বেশ আছি!!!!

যদি স্বাধীনতা খুঁজত, স্বাধীনতা আন্দোলন সীমাবদ্ধ থাক্ত না শুধু রাজনৈতিক কেন্দ্রিক, ছড়িয়ে পড়ত সর্ব সাধারণে।
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:১০
252416
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বাধীনতা ঠিকই সবাই খুঁজছে, উপযুক্ত নেতৃত্বের ‍অভাবে আজ দেশ। বিদ্রোহী জনতা ঠিকই আছে। একজন ত্রাণকর্তা আজ নেই...
311305
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৫৯
শেখের পোলা লিখেছেন : স্বাধীনতা রবের হাতে,
খুঁজবে তুমি কোথা?
আমরা স্বাধীন বলে বলে,
করলে জবান ভোঁতা৷
৭১ এ পায়নি তারে,
দ্বীন ফেলেছি ছুঁড়ে,
তাইতো চিতায় জ্বলছি মোরা,
নিজের কবর খুঁড়ে৷
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:১০
252417
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর কাব্যিক কমেন্টে অনেক কিছু বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
311335
২৭ মার্চ ২০১৫ দুপুর ০২:০৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ছোটদা ।
311343
২৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সিরাজ ভাইয়া।

মাসাআল্লাহ্‌! অসাধারণ লাগলো আপনার লিখা কবিতাটি।

নিয়মিত হবেন এই প্রত্যাশা।
311424
২৮ মার্চ ২০১৫ সকাল ১০:৪২
হতভাগা লিখেছেন : স্বপোর্জিত স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা । পরনির্ভরশীল স্বাধীনতা পরাধীনতার চেয়েও ভয়ংকর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File