স্বাধীনতার ঘ্রাণ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৬ মার্চ, ২০১৫, ০৮:৫০:০৭ রাত
লক্ষ দামাল শহিদ হলো
বিলিয়ে দিয়ে প্রাণ
রক্তনদী পেরিয়ে পেলাম
স্বাধীনতার ঘ্রাণ।
অমানিশা-আঁধার কেটে
আসলো নতুন ভোর
খুলে গেলো অনন্ত এক
সম্ভাবনার দোর।
স্বপ্ন-আশার আলপনাতে
সাজলো হৃদয় পট
উন্নয়ের আসবে জোয়ার
জাগবে ভাটির তট।
যুগ পেরুলেও আসেনি
সেই স্বপ্নসুখের দিন
স্বপ্নাহতের হৃদয় মাঝে
বাজছে দুখের বীন।
জনগণে খুঁজছে আজো
স্বাধীনতার সুখ
কাঙ্ক্ষিত দিন আসবে কবে
ঘুছবে গ্লানি-দুখ?
১৪.০৩.২০১৫
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এয়ারটেল কে সুবিধা দিতে সকল দেশিয় অপারেটর কে বন্ধ করে দেওয়া!!
এ আমি বিশ্বাস করি না, তারা মোটাও স্বাধীনতা খুঁজছে না! তারা পরাধীনতার মাঝে সুখ পেয়ে সকাল বিকাল আরামচে, ঘুমাচ্ছে, আর স্বাধীনতা আন্দোলনাক্রীদের আয়েশি ভঙ্গিতে বলছে, কি দরকার? ভালই আছি, দেশ ভালই চলছে, সুখে শান্তিতে খেয়ে পড়ে বেশ আছি!!!!
যদি স্বাধীনতা খুঁজত, স্বাধীনতা আন্দোলন সীমাবদ্ধ থাক্ত না শুধু রাজনৈতিক কেন্দ্রিক, ছড়িয়ে পড়ত সর্ব সাধারণে।
খুঁজবে তুমি কোথা?
আমরা স্বাধীন বলে বলে,
করলে জবান ভোঁতা৷
৭১ এ পায়নি তারে,
দ্বীন ফেলেছি ছুঁড়ে,
তাইতো চিতায় জ্বলছি মোরা,
নিজের কবর খুঁড়ে৷
মাসাআল্লাহ্! অসাধারণ লাগলো আপনার লিখা কবিতাটি।
নিয়মিত হবেন এই প্রত্যাশা।
মন্তব্য করতে লগইন করুন