কবে তুমি আসবে?

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ মার্চ, ২০১৫, ০৮:২৭:০০ রাত

কত বিষন্ন বিকেল ঝরে গেছে

শুকনো পাতার মতো

তোমার অপেক্ষায় থেকে থেকে

তবু তুমি আসনি।

একটি রক্তগোলাপ-

হৃদয় মাতানো সুরভি নিয়ে তোমার আসার কথা ছিল।

ভুবন ভুলানো আবেশ,

নতুন স্বপ্ন, নতুন উচ্ছ্বাসে মাতিয়ে রাখার কথা ছিল আমার পৃথিবীকে

অথচ তুমি আসনি।

জীবনের ভুলগুলো আজ বেড়ে গেছে

অসময়ের শ্যাওলার মতো,

হৃদয়ের ঋণও আজ বেড়ে গলা ছোঁয় ছোঁয়

তবু তুমি আসনি।

সময়ের ব্যবধানে আঁধার এখানে আরো শক্ত ভীত গেড়েছে,

আঁধার-শূন্যতা আর আমি

আজ সব যেন একাকার।

তবু আমিও আশাহীন নই,

‘আশায় মানুষ বাঁচে’

তাই তিমির অমানিশায় জাগ্রত দু’টি চোখ নিয়ে

আমি এখনো তোমার অপেক্ষায় থাকি।

একটি রক্তলাল সূর্য-

আঁধার বিনাশী বর্ণালী আলো নিয়ে

কবে তুমি আসবে?

৩১.১২.২০১৪

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১০৪৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307521
০৬ মার্চ ২০১৫ রাত ০৯:৩৯
সত্যলিখন লিখেছেন :



০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪২
249043
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দাদি অনেক ধন্যবাদ সুন্দর ছবির জন্য!
307522
০৬ মার্চ ২০১৫ রাত ০৯:৪০
সত্যলিখন লিখেছেন :
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৩
249044
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তুমি কোন নারী নয় একটি সুযোগ, সুদিনকে বুঝিয়েছি। ‍অনেক ধন্যবাদGood Luck Good Luck Good Luck Good Luck
307530
০৬ মার্চ ২০১৫ রাত ১০:২৩
আফরা লিখেছেন : আশায় মানুষ বেঁচে থাকে ,আমি ,আপনি ,আমরা সবাই আশা নিয়েই বেঁচে আছি হয়তবা একেকজনের আশাটা একেক রকম । অনেক ধন্যবাদ ছোটদা ।
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৪
249045
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কিন্তু জীবনে সামনে নিয়ে যাওয়ার জন্য সবার আশা প্রায় একই! অনেক ধন্যবাদ বুবু
307538
০৬ মার্চ ২০১৫ রাত ১১:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবে তুমি আসবে

এই কথাটা আমারও কিন্তু সে আর আসে না। আসার কথা ছিলো কিন্তু .. Sad
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৫
249046
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসার কথা থাকলে আসবেই, আশাহত হওয়ার দরকার নাই। হয়তো আমি/আপনি এখনো উপযুক্ত হয়ে উঠতে পারিনি
307544
০৬ মার্চ ২০১৫ রাত ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া আ র কি লাভ!!
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৫
249047
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হৃদয়টা অন্তত হালকা হবে
307569
০৭ মার্চ ২০১৫ রাত ০৩:০০
আব্দুল গাফফার লিখেছেন : লাইক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক Good Luck Rose Rose
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৫
249048
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
307588
০৭ মার্চ ২০১৫ সকাল ০৮:১১
শেখের পোলা লিখেছেন : হরতাল অবরোধে গাড়ি লেট, তাই দেরী হচ্ছে৷ শিঘ্রই এসে যাবে৷
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৮
249049
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হয়তো তাই, সবচেয়ে লেট হচ্ছে সেশন জটের কারণে
307857
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৫
ইবনে আহমাদ লিখেছেন : অবশ্য আসবে। আর ও একটু - আসেবেই।
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৫১
249054
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দোয়া করেন তাড়াতাড়ি সেশনজট শেষ হোক, আমরাও যেন কাঙ্ক্ষিত সোনার হরিণের দেখা পাইGood Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File