কবে তুমি আসবে?
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ মার্চ, ২০১৫, ০৮:২৭:০০ রাত
কত বিষন্ন বিকেল ঝরে গেছে
শুকনো পাতার মতো
তোমার অপেক্ষায় থেকে থেকে
তবু তুমি আসনি।
একটি রক্তগোলাপ-
হৃদয় মাতানো সুরভি নিয়ে তোমার আসার কথা ছিল।
ভুবন ভুলানো আবেশ,
নতুন স্বপ্ন, নতুন উচ্ছ্বাসে মাতিয়ে রাখার কথা ছিল আমার পৃথিবীকে
অথচ তুমি আসনি।
জীবনের ভুলগুলো আজ বেড়ে গেছে
অসময়ের শ্যাওলার মতো,
হৃদয়ের ঋণও আজ বেড়ে গলা ছোঁয় ছোঁয়
তবু তুমি আসনি।
সময়ের ব্যবধানে আঁধার এখানে আরো শক্ত ভীত গেড়েছে,
আঁধার-শূন্যতা আর আমি
আজ সব যেন একাকার।
তবু আমিও আশাহীন নই,
‘আশায় মানুষ বাঁচে’
তাই তিমির অমানিশায় জাগ্রত দু’টি চোখ নিয়ে
আমি এখনো তোমার অপেক্ষায় থাকি।
একটি রক্তলাল সূর্য-
আঁধার বিনাশী বর্ণালী আলো নিয়ে
কবে তুমি আসবে?
৩১.১২.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১০৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কথাটা আমারও কিন্তু সে আর আসে না। আসার কথা ছিলো কিন্তু ..
মন্তব্য করতে লগইন করুন