আমার শব্দগুলো আজ তোমার এলোমেলো চুলের মতো বেসামাল...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৮ জানুয়ারি, ২০১৫, ০৩:১০:৪৯ দুপুর
ভাব থেকে গতি, গতি থেকেই ভাষা। মহা বিশ্বের সব কিছুই গতিশীল, সো সবারই একটা ভাষা আছে কিন্তু সব ভাষা বুঝার মতো মন হয়তো সবার নেই। কবিতাও একটি বিশেষ ভাষা। পরিবেশ-প্রতিবেশকে অন্তর দৃষ্টি দিয়ে দেখতে দেখতে কবিরা এ ভাষাকে আয়ত্ব করতে শিখে। তবে পুরোপুরি কখনো আয়ত্ব করে ফেলতে পারে না। কাজেই জীবন-জগতের গভীরে ডুব দিয়ে কবির সুক্ষ্মতম উপলব্ধির অনেকাংশের অনিন্দ্য প্রকাশই হচ্ছে কবিতা।
পৃথিবীর সব মানুষের মাঝেই এই কবিত্ব শক্তি লুকিয়ে থাকে। কেউ হয়তো দৈব বাণীর মতো এই শক্তির সন্ধান পায়, এটিকে ইউস করতে শিখে। আবার কেউ হয়তো কখনো বুঝতেই পারে না তার ভিতরের এই অপরিমেয় শক্তিকে, যার ফলে এটা অনন্ত সুসূপ্তই থেকে যায়। তাতে তেমন কোন সমস্যাও নাই। পৃথিবীর সব মানুষ কবি হবে এমন কোন কথাও নেই। আবার সব মানুষ কবি হলেও কোন সমস্যা আছে কিনা তা ভাববার বিষয়।
যাই হোক, আমি কেমন করে কি জানি, এই শক্তির সন্ধান পেয়েছি। স্বপনে কিংবা জাগরণে আমি এই শক্তির দেখা পেয়েছি। কিন্তু এই শক্তির কতটা ইউস করছি কিংবা করতে পারছি সেটা ভিন্ন বিষয়। তবে এই শক্তি আমাকে চোখ বন্ধ করে দেখতে শিখিয়েছে। চেতন-অচেতনে সচেতন হতে শিখিয়েছে। এই শক্তিই আমাকে দৃশ্যের অন্তরালের অদৃশ্যকে কল্পনা করতে শিখিয়েছে। আমি হাসতে শিখেছি, কারণে-অকারণে, কাঁদতেও শিখেছি একই ভাবে। কল্পনায় ভাসতে শিখেছি, হৃদয় দিয়ে বাসতেও শিখেছি অনেকভাবে, অনেককে।
কিন্তু মাঝে মাঝে আমার কি হয় জানি না। আমার সব ভাব কোথায় হারিয়ে যায়, আমি গতিহীন হয়ে পড়ি, আমার শব্দগুলোও তোমার এলোমেলো চুলের মতো বেসামাল হয়ে পড়ে। আমি একেবারে শূন্য হয়ে পড়ি। ভুলে যাই আমার জীবন-জগত সব। সব কবিদের এমন হয় কিনা জানি না। সব কবিরা কি আমার মতো হঠাৎ করে সব ভুলে যায়? অথবা হাঁটতে হাঁটতে তারা কি হঠাৎ আমার মতো থমকে দাঁড়ায়?
কোথাও যেন পড়েছিলাম, কবিতা নাকি নারীর মতো। ফুল-দুল-চুড়ি পরে যেমন নারীরা সাজে পুরুষদের জন্য, কবিরাও ঠিক শব্দ-উপমা-উৎপ্রেক্ষা-রূপকে কবিতাকে সাজায় নারীর মতো করে পাঠকদের জন্য। আমার মনে হয় কবিতা শুধু নারীর মতো সুসজ্জিত-সুন্দরী না, ষোড়শী রমণীর মুচকি হাসির মতো রহস্যময়ীও। কিন্তু আজ অনেক দিন একটি কবিতা লেখা হয় না! কি হয়েছে কি জানি! আজ অনেক দিন আমি সেই সুন্দরী রহস্যময়ীর পিছনে ছুটছি না। কিন্তু কেন???
০৮.০১.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
২৩১৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেটাই বুঝলাম না!!!
যতদূর জানি-'কবি'দের আবেগ খুবই স্পর্শকাতর হয়! সামান্য কিছুতেই আঘাতপ্রাপ্ত হয় বেশী!
'বন্ধু ব্লগ'এ আপনার মুছে দেয়া অসাধারণ কবিতার বিরহেই কী এমন অবস্হা???
......আর দেরি নয়, এবার আপনার চেতন-অচেতন সচেতন মনে ফুল-দুল-চুড়ি পরিয়ে শব্দ-উপমা দিয়ে ষোড়শী রমণীর মুচকি হাসির মতো রহস্যময়ী একটি কতা হয়ে যাক.......
আসলে এরকম ই হয় কখনও কখনও না চাইলেও কবিতার ছন্দ-শব্দ মনের উপর এসে ভর করে আবার কখনও কখনও মন কবিতার উপর ভর করেও একটি কবিতা লিখতে পাড়ে না। কবিতা, সে তার আপন গতিতে, আপন ছন্দে দুলে উঠে.............
মন্তব্য করতে লগইন করুন