কবে তুমি আসবে?
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩০:১৮ সন্ধ্যা
কত বিষন্ন বিকেল ঝরে গেছে
শুকনো পাতার মতো
তোমার অপেক্ষায় থেকে থেকে
তবু তুমি আসনি।
একটি রক্তগোলাপ-
হৃদয় মাতানো সুরভি নিয়ে তোমার আসার কথা ছিল।
ভুবন ভুলানো আবেশ,
নতুন স্বপ্ন, নতুন উচ্ছ্বাসে মাতিয়ে রাখার কথা ছিল আমার পৃথিবীকে
অথচ তুমি আসনি।
জীবনের ভুলগুলো আজ বেড়ে গেছে
অসময়ের শ্যাওলার মতো,
হৃদয়ের ঋণও আজ বেড়ে গলা ছোঁয় ছোঁয়
তবু তুমি আসনি।
সময়ের ব্যবধানে আঁধার এখানে আরো শক্ত ভীত গেড়েছে,
আঁধার-শূন্যতা আর আমি
আজ সব যেন একাকার।
তবু আমিও আশাহীন নই,
‘আশায় মানুষ বাঁচে’
তাই তিমির অমানিশায় জাগ্রত দু’টি চোখ নিয়ে
আমি এখনো তোমার অপেক্ষায় থাকি।
একটি রক্তলাল সূর্য-
আঁধার বিনাশী বর্ণালী আলো নিয়ে
কবে তুমি আসবে?
৩১.১২.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৫৮৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ২০১৫ টা হবে আমার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বছর। ১৫’র মাঝামাঝিতে আমাদের ফাইনাল ইয়ার শেষ হবে। চাকরীর প্রস্তুতি নিতে হবে। দোয়া করিও ছোটদার জন্য...
অনেক ধন্যবাদ বুবু
এভাবে কেউ বললে আমি সত্যি সত্যি একটু শরম উপভোগ করি। দোয়া রাখবেন যেন ভালো লিখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে
কত শত রাত নিশাচরের মত
প্রত্যাশায় জেগে থাকি প্রিয়।
অপেক্ষা,
এটিই বুঝি শেষ সকাল।
কিন্তুু সকাল আর হয়না।
সুর্যের আভাকে মেঘলা আকাশ
কেবলি ঘিরে রাখে।
বায়বীয় ধোয়ার মাঝে
আসন্ন বিপ্লবকে বেধে দেয়
তবুও অপেক্ষার শেষ নেই। কারণ
মৃত্যুর পরেও আর একটা পাওয়া আছে।
সে বড় পাওয়াটির প্রত্যাশায়
ও বুক বেধে কল্পলোকে বেচে থাকে।
অবশেষে..
বিশাল মিছিল। প্রকম্পিত জনপদ।
চোরাগুপ্তা হামলা, গুলিবর্ষণ,
চীতকার, হাহাকার।
তারপর গভীল নিস্তব্ধতা।
হঠাত মসজিদের মিনার থেকে
আজান ভেসে আসে।
এ আজান যেন হাজার বছরের
শ্রেষ্ঠ আজান।
এ আজান বিজয়ের আজান।
এ আজান মুক্তির আজান।
এ আজান জান্নাতি আজান।
এ আজান বেলালের আজান।
অপেক্ষার বাধ ভেং্গে তুপ্ত কন্ঠে
একটি প্রকম্পিত সুর বের হয়ে এল
আল্লাহু আকবার।
এ আজানের অপেক্ষায় অপেক্ষা করছি।
ধন্যবাদ হে কবি। আপনার কবিতার থিমটা দারুন। কল্পনায় ভেসে ভেসে এক অনাগত বিপ্লবের ছবি প্রিয়সীর
রুপের উপর ভর করে যেভাবে একেছেন তা সত্যিই চমতকার। তাই কবিতার ভাষায় মনের কথাগুলো রেখে গেলাম। ধন্যবাদ
হুমম, "তবু তুমি আসনি"
ভাইয়া কবিতার থিমটা অনেক সুন্দর যত দুর আমি বুঝতে পারছি......।
শুকনো পাতার মতো
তোমার অপেক্ষায় থেকে থেকে
তবু তুমি আসনি।
এর থেকে করুণ আকুতি আর কি হতে পারে কবিতায় যেন আমি আমাকে খুঁজে পেলাম। এক কথায় অসাধারণ লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন