সেই কামরাঙ্গা গাছ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২২ ডিসেম্বর, ২০১৪, ১২:০৮:৫৭ রাত
দু’একটা গাড়ির শাঁ শাঁ শব্দও আর নেই
হয়তো ঘুমিয়ে পড়েছে পথের দেবদারুর সারি
প্রশান্তির নহরে ডুবে আছে সব, স্তব্ধ চারদিক।
তুষার পাতের মতো নৈঃশব্দ জমাটবদ্ধ পৃথিবীতে
এই নৈঃশব্দেরও একটা দুর্বোধ্য ভাষা আছে অনেকটা তোমার মতো।
শীতের রাত- ধূসর আঁধার, চাদের আলো আর নির্ঝর কুয়াশার মিলনে
রাতের পৃথিবীটা যেন এক রহস্যময়ী!
তুমি আসবে বলনি কিংবা বলেছিলে তবু আমি জেগে আছি এই রাতে
আর বেলকনির নিয়ন আলোর স্পর্শে জেগে আছে উঠোনের সেই কামরাঙা গাছ।
তোমায় ভেবে ভেবে যতটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি
তার প্রতিটা মূহুর্তে আমার সঙ্গী হয়েছে এই কামরাঙ্গা গাছ।
রাতের আঁধারে মাঝে মাঝে সে এতটা লাজুকী সাজে
আমি তো ভুল করে তুমি ভেবে হৃদয়ের সব কথা খোলে বলি তারে।
আমি তোমাকে ভাবি, তোমার ছবি আঁকি,
অথচ বারবার তুমি হয়ে যায় এই কামরাঙ্গা গাছ।
অস্পর্শী, তুমি নও! হয়তো আমার প্রেমিকা এখন এই কামরাঙ্গা গাছ।
২১.১২.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১২৫৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমাকে নিয়ে কবির কাব্য অমর হোক৷
আমি তো ভুল করে তুমি ভেবে হৃদয়ের সব কথা খোলে বলি তারে"
ওহে কামরাঙ্গা,গাছ তোমাতে এত মাধুর্য
আমি তো ভেবে আশ্চর্য।
প্রিয়তমার বিকল্প তুমি
নীরবে যাও চুমি।
গভীর রাতে মায়াবী হয়ে
নিরুদ্যেশে আমায় যাও লয়ে।.......।
সেই কামরাঙ্গা গাছের সাথে আমার কখনো দেখা হবে কিনা জানি না। কবিতার পুরোটাই কাল্পনিক। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
হুমম..... কিন্তু কবিতাটা তো আপনার তাই প্রিয়তমা বলে ডাকা
তবে কামরাঙ্গা গাছ হওয়ার পিছনেও একটা ব্যাপার আছে, সেটা না হয় লুকনো থাক। অনেক ধন্যবাদ আপনাকে! আচ্ছা যদি কামরাঙ্গা গাছ না হয়ে যদি কারিনা হতো তবে আপনি কি জিঙ্গেস করতেন?
মন্তব্য করতে লগইন করুন