আক্কেল দাত নাকি জারগো দাত?
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২০ ডিসেম্বর, ২০১৪, ১১:১৮:৫৭ রাত
বুড়োবুড়িরা এসব দাতের নাম আক্কেল দাত কেন রাখছে জানি না! আমার তো মনে হয় এসব দাতের নাম হওয়া উচিৎ জারগো দাত। চট্টগ্রামের ভাষায় ‘জারগো’ শব্দের অর্থ দুষ্ট বা শয়তান।
গ্রামে এক ধরনের কচু পাওয়া যায় যাকে সবাই জারগো কচু বলে। কারণ এসব কচু খায়লে ভীষণ রকম গলা চুলকায়। তেমনই এই সব দাত উঠলেও মানুষের মুখে ভীষণ রকম ব্যাথা আর চুলচুলায়। সো এই সব দাতের নাম হওয়া উচিৎ জারগো দাত।
সেই কখন মার্চ থেকে দাত উঠতেছে, শালা এখনো পুরোপুরি উঠে উঠতে পারেনি। এত দিন পরে এসে আবার নতুন আরেকটা মাথা বের হয়েছে। ব্যাথা যে কারে কয়, আমিই শুধু জানি।
তাছাড়া দাতের ব্যাথার সাথে রাতের একটা কেমন যেন সম্পর্ক আছে। রাত যত গভীর হয় দাতের ব্যাথাও তত চুলচুলিয়ে বাড়তে থাকে। আর সেই রাত যদি হয় শীতের রাত তবে তো আর কথাই নাই। সব মিলিয়ে অসহ্য হয়ে উঠে সব।
দাতের ব্যাথায় ভীষন কষ্টে আছি। মনে হচ্ছে এ আমার সাকারাতুল মাওত চলতেছে। বন্ধু/বান্ধবী/শত্রু সবাই দোয়া করবেন যেন ব্যাথাটা অন্তত কমে যায়। দাতের ব্যাথা নিয়ে সেই তখন একটা ছড়া লিখেছিলাম, ইচ্ছে হলে পড়ে আসতে পারেন- দাতের ব্যাথায় কাতর -এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
২৩৮০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশি ব্যাথা করলে আমার কাছে আসতে পারেন। হাতুরি দিয়া এক বাড়ি দিলে দাঁত উঠে যাবে!!!
ব্যাথা তো দাতে না, গালে, মানে দাতের আশেপাশের জায়গায়, এক বারি দিয়ে দাত ফেলে দিলে তো ঘটনা আরো জটিল হয়ে যাবে, তাছাড়া এখন শীতকাল।
দাঁতের ব্যাথা ছোটদা নো চিন্তা আমার কাছে
এইটা আছে ।
চুলকানিতে ব্যস্ত হাত
ঘুম আসেনা ব্যাথার চোটে,
কষ্ট বাড়ায় শীতের রাত
দোয়া করি, আরো দুই-একটা জারগো দাঁত আপনার মাড়িতে পিলারের মত জেগে উঠুক! :
'হাটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়'
ব্যথার কষ্ট স হ্য না করলে চলবে কেন!
উপকারী বিষয় কষ্টেই মেলে!
আপনার আক্কেল পুর্ণতা পাচ্ছে জেনে ব হুত খুশি আমি!!!
আপনি এতদিন বেয়াক্কেল ছিলেন আর এখন আক্কেল প্রাপ্ত হচ্ছেন, তো একটু নাহয় ব্যাথায় ব্যাথিত হলেন।
[চাইলে একটু লবন সহযোগে গরম পানি অথবা ফিটকিরি ব্যবহার করে দেখতে পারেন]
কিন্তু মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলে দিলে ব্যাথা আশা করি বাড়বে বই কমবে না। আর তাই মুঘলের সাথে যেহেতু আছেন খানা তো খেতে হবেই.....
যেটা ভাল লাগে, ব্যাবহার করতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন