আমি-কবিতা এবং পত্রিকা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ ডিসেম্বর, ২০১৪, ০২:১৩:৫৬ দুপুর
কার লেখায় যেন পড়েছিলাম- ‘কবিদের পকেটে নাকি টাকা থাকে না, অসমাপ্ত কবিতার লাইন লেখা ছেড়া কাগজ থাকে।’ কথাটা সত্যি কিনা জানি না। ইদানীং আমার পকেটেও অনেকগুলো ছেড়া কাগজ জমা হয়ে যাচ্ছে, যেগুলোতে অনেকগুলো লাইন লেখা থাকে। আমি কবিতা হিসেবে লিখি কিন্তু সবার কাছে কবিতা মনে হয় কিনা কে জানে? আমার পকেটও ইদানীং টাকা শূন্য। তাহলে আমি কি কবি হয়ে যাচ্ছি? কেন?
‘আগের মতো কবিতার আর আবেদন নাই, বাংলা কবিতার এখন আকাল চলছে’ -প্রায় এই কিসিমের কথা বার্তা শোনছি, পড়ছিও। তবে কি সত্যি এখন কবিতার আকাল চলছে? হয়তো ঠিক! বাংলাদেশে বর্তমান প্রচলিত সংবাদপত্রগুলোর সাহিত্যিক পাতার দিকে তাকালে, সেখানে প্রকাশিত কবিতাগুলো পড়লে আমাদের আর বুঝতে কষ্ট হবে না যে, এখন বাংলা কবিতার সত্যি সত্যিই আকাল চলছে।
পত্রিকায় কবিতা পাঠানোর জন্য এক সময় আমারও খুব ইচ্ছে হতো। কিন্তু পত্রিকায় প্রকাশিত কবিতাগুলো পড়তে পড়তে আমার সেই ইচ্ছা এখন অকালেই অক্কা পেয়েছে। আবার কখনো নতুনভাবে বসন্তের নতুন কুঁড়ির মতো সে আশা জেগে ওঠবে কিনা, সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু বর্তমানে পত্রিকায় লেখা পাঠাতে আমার মোঠেও ইচ্ছে হয় না। দু’য়েকটা মাসিক পত্রিকায় প্রায় কবিতা ও গল্প পাঠাতাম, তাও পত্রিকা সংশ্লিষ্ট কিছু ভাইদের উপর্যোপুরি রিকোয়েস্টে, এখন আর সেটাও হয় না। কিন্তু আমি কি এটা ভুল করছি?
পত্রিকায় কবিতা প্রকাশ বিষয়ে আমার আরো কয়েকটা কথা আছে। সেটা পরে বলছি। তার আগে বলতে চাই- যারা বলে ‘এখন বাংলা কবিতার আকাল’ আমি তাদেরকে বলবো ‘প্লিজ আপনারা একটু ফেইসবুক এবং বিভিন্ন বাংলা ব্লগের দিকে দৃষ্টি দিন’ আমার বিশ্বাস আপনারা হতাশ হবেন না। আমার ফেবু ফ্রেন্ড লিস্টে এমন কিছু ভালো লেখক আছে, যাদের কবিতা পড়ে পড়ে আমি প্রতি নিয়ত মুগ্ধ হই। ব্লগেও তার ব্যতিক্রম না।
যারা বলে এখন কবিতার আকাল চলছে আমিও তাদের সাথে সূর মিলিয়ে বলতে চাই- হুম পত্রপত্রিকায় এখন কবিতার আকাল চলছে। কিন্তু এখন ফেইসবুক ব্লগকে কেন্দ্র করে এমন অনেক নতুন কবির আর্বিভাব হচ্ছে, যারা কালের কলঙ্ক মুছে, জঞ্জাল-ঝড়তা ভেঙ্গে বাংলা কবিতার আরেকটি নতুন সকাল আনতে চলছে। একটা সময় পত্রপত্রিকাকে কেন্দ্র করে বিভিন্ন লেখক সাহিত্যিক গোষ্ঠীর আর্বিভাব হতো। বঙ্কিম, ইশ্বরচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ কেউ এর ব্যতিক্রম নয়। কিন্তু বর্তমান সময়ে ফেইসবুক ব্লগকে কেন্দ্র করেই লেখকরা সংগঠিত হচ্ছে। আমার মনে হয় ফেইসবুক ব্লগ থেকেই বাংলা কবিতার নতুন সকালটি শুরু হবে।
কেউ মনে করতে পারেন ফেবু ব্লগে আমি লিখি বলেই এমনটা বলছি। এটা মোঠেও ঠিক না। বিষয়টা এখন সত্যি ভেবে দেখার। বাংলা একাডেমী কিংবা বিভিন্ন গবেষণা প্রতিষ্টান এই বিষয়ে খবর রাখে কিনা তারাই জানে। তবে বিভিন্ন প্রকাশনা সংস্থা এই বিষয়ে কিছুটা সচেতন। এ জন্য বলছি যে একটা প্রকাশনা সংস্থা থেকে আমি নিয়মিত বিভিন্ন বিষয়ে মেসেজ পেয়ে থাকি।
পত্রিকায় লেখা প্রকাশ বিষয়ে বাকি যে কথা বলবো বলেছিলাম। একটা সময় পত্রপত্রিকার প্রকাশক-সম্পাদকরা ছিলেন কবি সাহিত্যিক কিন্তু এখন সব ব্যবসায়ী। সপ্তাহ-মাসে দু’য়েকটা সাহিত্যিক পেইজ তারা রাখে ঠিকই। কিন্তু তার পিছনে সাহিত্যের সমাদর যতটা না তার চেয়ে বেশি ব্যবসায় লাভটা। কিভাবে সেটা বর্ণনা করতে গেলে লেখা বড় যাবে, আরেক দিন হবে ইনশাআল্লাহ। কাজেই পত্রিকায় কারো ভালো লেখার চেয়ে পত্রিকা সংশ্লিষ্টদের সাথে পরিচিতদের লেখাই প্রাধান্য পায় বেশি। যেটা মোঠেও কাম্য নয়।
পরিশেষে বলবো- সকল অনিয়ম, অনিহা দূর হোক। সুন্দর-সমতা প্রতিষ্টা পাক। একটি নতুন সকালের জন্য নতুনভাবে নবীনরা জেগে ওঠুক কলম-খাতা নিয়ে। বাংলা কবিতার একটি নতুন যুগের সূচনা হোক এখন থেকেই। নতুন লেখকদের কে আমি বলতে চাই-
‘অতীত পিছনে পড়ে থাক
আমরা তো নতুন অভিযাত্রী,
নতুন আলোয় রাঙাবো ধরা
ঘুছে যাবে গ্লানি অমারাত্রি।’
১৪.১২.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম
আমার লেখাটা এতটুকুতেই শেষ। এই অংশটুকু শুধু টুডে ব্লগের জন্য। অন্যান্য ব্লগের কথা আমি জানি না, আইডি থাকলেও একেবারেই যাই না। তবে টুডেতেও নির্বাচিত কিংবা ইস্টিকির ক্ষেত্রে লেখার চেয়ে নিকের দামটা বেশি বলে মনে হয়। এখানে কবিতার গুরুত্বের কথা আজ না হয় থাক।
বিষয়: সাহিত্য
১৬৮৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন হলে কেমন হয় ভাইয়া ?
অনেক সিরিয়াস ঘটনার পিছনেও কিন্তু থাকে অল্প একটু ফান।
যাহক ভাইয়া আমি আসলে ফান করে ব্যাপারটকে ছোট করতে চাইনি, চেয়েছি অনেক সিরিয়াস একটা ইস্যু থেকে একটু হালকা হতে।
আপনার লিখাটা কিন্তু ভালই ছিল.......।
কারন কবিরা সবসময় পরজিবি হয়!!!
তবে বন্ধুব্লগে কবিতা স্টিকি হয়--দেখুন এখানে
অনেক ধন্যবাদ বদ্দা
এখন ফেইসবুক ব্লগকে কেন্দ্র করে এমন অনেক নতুন কবির আর্বিভাব হচ্ছে, যারা কালের কলঙ্ক মুছে, জঞ্জাল-ঝড়তা ভেঙ্গে বাংলা কবিতার আরেকটি নতুন সকাল আনতে চলছে। আপনার সাথে সহমত ।
২-৩ দিন blog এ আসতে পারি নাই,আমার এক বড় ভাই মারা গিয়েছিলো। তাই আজ পরলাম। ভালো লাগলো, অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং সহমত হওয়ার জন্য
মন্তব্য করতে লগইন করুন