গোপন নদীর ধ্বনি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১২ ডিসেম্বর, ২০১৪, ১০:৫২:৫২ রাত
একটি গোপন নদীর
ভরা জোয়ারের কলধ্বনি আমি শোনছি,
এ ধ্বনির এতটা আবেশ
এতটা রহস্যময়ী যে-
অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার সূরের মতো,
আমার ভিতর-বাহির সবটাকে এলোমেলো করে
আমাকে প্রায় পাগল করে তোলছে প্রতিনিয়ত।
এ নদীর স্রোত এতটা প্রবল যে-
কখনো তার উতলা জোয়ারে
কোন এক মাঝিহীন তরীর মতো
আমাকে ভাসিয়ে নিয়ে
অচেনা সুখস্পর্শে মেতে উঠতে চায় সে,
আবার কখনো সে এতটা বিরহিনী-
আমার ধ্যান-জ্ঞান-বিশ্বাস সবটুকু লুটে নিয়ে
কোন এক ভিনদেশী পথিকের মতো
আমাকে নিঃস্ব করে দিতে চায়ছে।
কিন্তু কেন? কি হবে আমার?
২১.০৯ ২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম
বিষয়: সাহিত্য
১১১৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা সুন্দর হয়েছে। ধন্যবাদ
ভালো লাগ্লো...
‘এখানে রমণীগুলো নদীর মতো
নদীও নারীর মতো কথা কয়’
অনেক ধন্যবাদ আপনাকে। এটা একটা রূপক কবিতা।
মরা নদীতে তা সম্ভব নয়।
হৃদয়ে যখন জোয়ার আসে
তখনই কবিতা কথা কয়।
অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে।
একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো?
আপনি কার শিষ্য?
আমাকে নিঃস্ব করে দিতে চায়ছে।
কিন্তু কেন? কি হবে আমার?
কবি আলমগীর মুহাম্মদ সিরাজ ভাই, আপনি তো দেখি চুরমার হইয়া গেছেন...। মরন ছাড়া আর উপায় নাই-----।
অনেক ভালো লাগলো । ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন