শ্যামলী পৃথিবী
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৮ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৭:০১ দুপুর
এখানে বর্ণালী আভা নিয়ে সূর্য হাসে
ভোরের দোয়েলেরা শিষ দিয়ে যায়,
অচেনা ফুলের ঘ্রাণ দূর হতে ভেসে আসে
হিমেল হাওয়াতে মন উড়ে যায়।
এখানে তপ্ত দুপুরে মাঠ ফাঁটা রোদ্দুর
পথচারী ক্লান্তিতে থেমে যায়,
দিক জোড়া মাঠ যেন সোনালি সমুদ্দুর
দেখে দেখে কৃষাণের মন ভরে যায়।
এখানে মন্তর বিকেলে ঘরে ফেরা পাখিরা
কলরবে কোলাহলে ডেকে যায়,
ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যা-চাদর
চারদিকে গুঢ় আঁধারে ঢেকে যায়।
এখানে নিমগ্ন রাত্তিরে নিমচরী পাখিটি
‘নিম নিম’ একটানা সকরুণ ডেকে যায়,
নিশ্চুপ রাত যেন মায়াবিনী ছায়াপরী
ব্যাকুল করা হাতছানি দিয়ে যায়।
এখানে সুনিবিড় ছায়া ঢাকা শ্যামলী পৃথিবী
অনুপম প্রীতি ডোরে বেঁধে যায়,
এতো ভালোবাসা-বাসি -মুগ্ধ হৃদয়
এ আবেশ জনমে জনম থেকে যায়।
৩০.০৯.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম
(অনেক দিন ব্লগে আসি নাই, অনেকগুলো লেখা জমা হয়ে আছে তাই বেশি বেশি পোস্ট দিচ্ছি, কেউ কিছু মনে করিয়েন না। আবার হয়তো হুট করে হারিয়ে যাবো...)
বিষয়: সাহিত্য
১০৬৯ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো...
লিখে যান প্রতিনিয়ত।
ঘন ঘন পোষ্ট দিলে অনেকে বিরক্ত হয়। ধন্যবাদ
‘জীবনের প্রয়োজনে বন্ধন ছিড়ে যাবে
হৃদয়ের ক্রন্দনও বেড়ে যাবে, নয়তো?’
অনেক ধন্যবাদ
চালিয়ে যান, এগিয়ে চলুন। হুট করে কি হয়ে যাবেন বললেন? কেন?
আপনি আমারে পাতা দিলেন কিন্তু আমি আপনারে ফুল দিলাম
জয়ের ভাষায় মারাত্নক সুন্দর| )
ধন্যবাদ
অতএব ফতুর বেন না৷ গ্যারান্টি৷
মন্তব্য করতে লগইন করুন