দিনগুলো কেটে যাবে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৭ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৭:৫৯ সকাল
ঘড়ির কাটায় ঘুরে দিনগুলো কেটে যাবে
এই দিন ফিরে আর আসবে না হয়তো,
পাখিগুলো উড়ে যাবে কলরব থেমে যাবে
হৃদয়ের ব্যবধান বেড়ে যাবে তাই তো।
কত কথা বলেছি, নতুন কথাও ভেবেছি
বলার সময় আর হবে নাকো হয়তো,
জীবনের প্রয়োজনে বন্ধন ছিড়ে যাবে
হৃদয়ের ক্রন্দনও বেড়ে যাবে, নয়তো?
স্মৃতিসব অমলিন থেকে যাবে চিরদিন
ধূসর অতীতে পানে ডেকে যাবে হয়তো,
চলার পথে পথে দেখা হবে কারো সাথে
‘এই দাঁড়াও’ বলে থেমে যাবো, নয়তো...
০৩.১২.২০১৪
বিষয়: সাহিত্য
৯২৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ আপনাকে
এগিয়ে আসছে মৃত্যু!
বয়স বাড়ছে
পাকছে দাড়ি চুল,
পোলা কাঁদছে
বউ ডাকছে
জগৎটাই আজ লুল।
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় সবুজ ভাই
ফিরে কি যাওয়া যায় সেই দিনে ?
মন্তব্য করতে লগইন করুন