অনেক ধন্যবাদ তোমাকে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৬:৩৯ রাত
তোমার আকর্ষণে জন্ম নেওয়া
হৃদয়ের প্রেমগুলো আজ
অনেকটা হেমন্তের প্রকৃতির মতো,
কবি জীবনানন্দ বলেছেন হেমন্ত বার্ধক্যের কাল,
গ্রীষ্ম-বর্ষা-শরৎ পেরিয়ে
হৃদয়ের প্রেমগুলো এই অল্প সময়ে
বার্ধক্যে উপনীত হবে
আমি ভাবতেও পারিনি,
ইহ জীবনের পাঠ চুকিয়ে ক্লান্ত শ্রান্ত কোন এক বৃদ্ধের মতো
এ প্রেমও আজ দিন গুণছে শীতের অপেক্ষায়,
হয়তো মাঘের প্রচণ্ড শীতে রঙ হারিয়ে
কোন এক অবেলায়
শুকনো পাতার মতো উত্তরে
রুক্ষ হাওয়া তোড়ে ঝরে যাবে,
কি জানি কেন?
হয়তো আমার প্রেম ছিল অনেকটা অসময়ে
আবেগের মহাপ্রশান্তে জেগে ওঠা কোন এক ভঙ্গুর পলিদ্বীপ,
জীবনের অবিনাশী ঢেউয়ের আঘাতে
যা সহজে চুরমার হযে যায়,
তবে তোমার প্রেম হয়তো শুদ্ধ ছিল
এবং তা বর্ষার প্রকৃতির মতো সবুজ সতেজ
অনন্তকাল প্রাণবন্ত থেকে যাবে,
অনেক ধন্যবাদ তোমাকে...
১০.১১.২০১
আনোয়ারা, চট্টগ্রাম
বিষয়: সাহিত্য
১৫১০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
বুড়ি হবেন!!!!!
অনেক ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ সবুজ ভাই
আরো একটা জটিল ব্যাপার এই কবিতার পিছনে আছে, সেটা বলা যাবে না। তবে আমার প্রেমিকারা কষ্ট পেয়েছে! আমি তো কারো প্রেমে পড়িনি এখনো, কেউ আমার প্রেমে পড়লে আমি কি করবো?
আপনাকেও ধন্যবাদ, অন্য দিক থেকে....
মন্তব্য করতে লগইন করুন