এই শরতে... (আমার ১০০ তম পোস্ট)
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ অক্টোবর, ২০১৪, ০৯:৪৭:১১ রাত
ঐ দূরে শরতের সুনীল আকাশে ওড়ে
তুলোর মতো সাদা মেঘের ভেলা,
হৃদয় সমুদ্রে আজ জেগে ওঠা চরে
চুপ চুপ শান্ত ঢেউয়ের খেলা।
বাউল বাতাসে তোলপাড় তোলে
নদীপাড়ের ঐ সাদা কাশফুলে-
যেন কোন প্রেয়সীর বিছানো আঁচল
থমকে দাঁড়িয়ে থাকি পথ ভুলে।
রাতের আকাশে ঝিকিমিকি তারা
রূপালী স্নিগ্ধ জ্যোৎস্নার ঝর্ণা ঢালে,
মোহময় পৃথিবীটা মুখরিত করে
ঝিঁঝিদের একটানা ঝংকৃত তালে।
ঘাসের বুকে রূপালী শিশির কণা
ঝরে পড়ে প্রতিদিন প্রথম ভোরে
শিউলি শেফালীর সুরভতি আবেশে
চঞ্চল মন ওড়ে যায় অচেনা দূরে।
বিমুঢ়-মৌনতার আবরণ ছিড়ে আজ
হৃদয় বন্দরে জেগে ওঠে স্বপ্ন-আশা,
জাগ্রত কবিতারা খুঁজে ফিরে তাই
শব্দ-কথায় প্রকাশের সুপিয় ভাষা।
২৯ সেপ্টেম্বর, ২০১৪ খ্রিষ্টাব্দ
আলমগীর মুহাম্মদ সিরাজ
ব্লগে এখন তেমন একটা আসি না। না আসার অনেক কারন। থাক সেগুলো অব্যক্তই। কোন পোস্ট দেওয়ার ইচ্ছে ছিল না। আজকে হঠাৎ এসে দেখলাম আমার ১০০ তম পোস্ট সো আর দেরি না করে.........
বিষয়: সাহিত্য
১২২৮ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেবুতে আমাকে পাবেন এই লিংকে
আল্লাহ আপনাকে আরো কবিতা লেখার তাওফিক দিন।>- >- >-
আমার ছোটদার পক্ষ থেকে খাবারের আয়োজন করেছি সবাই আসেন এদিকে ।
শরত মেঘ ও শীতল বাতাস
মাতিয়ে রাখুক তোমার আকাশ
মনের দিগন্ত-
আসুক সুখ অনন্ত..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভালো লাগল লিখাটি।
জাজাকাল্লাহু খাইর।
আর শততম পোষ্টে অভিনন্দন!!!
কুবিতা ভালো হয়েছে অভিনন্দন! রইলো
জী অনেক দিন পরে এলাম। অনেক ধন্যবাদ সুপাহাকে
ভাল লাগল কবিতা। অনেক অনেক অভিনন্দন আপনাকে।
কিন্তু এখনতো হেমন্ত
আরেকটা হেমন্ত কাব্যের অপেক্ষায় রইলাম
মন্তব্য করতে লগইন করুন