শিরোনামহীন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৫ আগস্ট, ২০১৪, ০৯:৪৯:৩৫ রাত
ক্ষণিকার বেসামাল চুল দেখে কখনো
আমি ভুল করে তার প্রেমে পড়িনি,
খেয়ালীপনায় মেতে কিনেছি কত কী
তাকে দিবো বলে ফুল কভূ কিনিনি!
অপরূপা- উজ্জ্বল শ্যামলীকে দেখে
তাকে নিয়ে স্বপ্নবাসরে আমি মজিনি,
তারে শব্দ-মণিহারে বাঁধবো ভেবে
কল্পনায় মালোপমা আমি খুঁজিনি!
তবে
হৃদয়ের আয়নায় কার মুখ দেখতে
ভাবনার অতলে শতবার ডুবেছি,
নির্জর শ্রাবণের নির্ঘুম নিশীতে সে-
কোন প্রিয়তার স্পর্শ আমি খুঁজেছি?
আনমনে কাকে নিয়ে গুণগুণ সূরে
আমি বিরহ-প্রেমের গান গেয়েছি,
একাকী মাঝপথে থমকে দাঁড়িয়ে সে-
কারে সঙ্গিনী করে পেতে চেয়েছি?
২১ জুলাই ২০১৪ খ্রিষ্টাব্দ
((কারো ইচ্ছে হলে একটা নাম দিতে পারেন))
বিষয়: সাহিত্য
১২৯৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ কে নিয়ে কবিতা = বউবিতা
জ্যাস্ট ফান, মাইন্ড খাইয়ো না আবার
মন্তব্য করতে লগইন করুন