সবার প্রতি একটি চিঠি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৮ জুন, ২০১৪, ০৯:০২:২৩ রাত
২৮ জুন ২২০১৪ খ্রিষ্টাব্দ
টুডে ব্লগ, বাংলাদেশ
প্রিয় ব্লগার ভাই/আপি/আন্টি/দাদা/দাদি/বদ্দা/ভাবি এবং মড়ু মামা/মামি,
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু ওয়ামাগফিরাতুহু। আশা করি আপনারা বর্ষাকালে সতেজ প্রকৃতির মত টাটকা আছেন , ফরমালিন দেওয়া আমের মত ভালো আছেন, আমাদের বাড়ির সামনের পেঁয়ারা গাছটার মত সুস্থ থেকে সুন্দর ব্লগিং করেছেন (খুউব ভালো কাজ, চালাইয়া যান), বউ-বাচ্চা-পোলা-মাইয়া-শ্বশুর-শাশুড়ি-শালা-শালি-দেবর-ননদ সবাইরে নিয়ে আমাদের বাসার পাশের কলাগাছের ঝাঁকের মত সুন্দর আছেন, আরো বেশি সুন্দর থাকেন এইটা আমার কামনা।
পর সংবাদ এই যে, আপনারা অনেকেই দোয়া না করলেও আল্লাহর রহমতে আমি আছি-নাই, নাই-আছি সব মিলিয়ে ভালো আছি। মাঝে মাঝে কিছুটা টেনশনেও থাকি। পরীক্ষার কথা মনে পড়লে মাথাটা অনেকটা ঝ্যামে থাকা ভটভইট্টা নালার মত হয়ে যায়। কি আর করার, গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করে- ‘এক জীবনে এতো পরীক্ষা ক্যান?’
যাওগ্যা। এই বার আসি আসল কথায়- অনেক দিন ব্লগে আসা হয় না, তার অনেক বিশেষ কারণও আছে। তা আপনাদেরকে না হয় নাই বলছি। আজকে হঠাৎ একটু এসে, ব্লগের প্রোপাইলটা দেখে আমি আবেগে প্রায় কাইন্দা দেওয়ার অবস্থা । আমার এত আবেগ ক্যারে? আপনারা আমাকে মিস না করলেও এই ব্লগ/ব্লগারদের বর্ষাকাইল্লা ছাতির মত অনেক মিস করেছি! তা কোনভাবে আপনাদের বুঝাতে পারমু না। কারণ আপনারা অবুঝ বলে নয়, আমার বুঝানোর ভাষা নাই বলে।
যাই হোক, খাঁচা ভেঙ্গে পাখি উড়ে যাওয়ার মত আবার পালিয়ে যাবো, অচেনা কোথায় হারিয়ে যাবো। এই আসা-যাওয়া, যাওয়া-আসার মাঝেই মানুষের হৃদয়ে জন্ম নেয় কত ভালোবাসাবাসি। আপনাদের অনেককেই আমি পটেটু চিপসের মত ভালোবেসে ফেলেছি। বাকীদেরকে আস্তে আস্তে বাসমু(প্রক্রিয়াধীন)। এই ভালোবাসার টানে হয়তো আবার কোন একদিন দেখা হবে, যদি দেখা না হয় তবে ক্ষমা করে দিও। এই গরীবের উপর কেউ কোন দাবি রাখিও না। ব্লগে নিয়মিত না থাকলেও ফেইসবুকে প্রায় থাকবো, এই অধমরে খোঁজে নিতে পারেন এই লিংক থেকে- http://www.facebook.com/Siraj.Azad আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, মাআস সালাম।
ইতি
আপনাদেরই প্রিয়/অপ্রিয়, একটু দুষ্ট
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও আমরা অনেক অনেক মিস করেছি। এতদিন কই ছিলেন আমার যাদু। পড়ে ভালো লাগলো। নানা সাহিত্যিকি লেখা।
আপনার ফিরে আসাকে স্বাগত জানাই, আশা করি ভালো কিছু পোস্ট পাবো আপনার কাছ থেকে।
কিন্তু আপনার বাড়ির গাছের পাকা কলা আর ডাঁসা পেয়ারা না খাওয়াইলে খবর আছে!!!!
যাওগ্যা বাছা গেল, আঁই হ'ন ক্যাটাগরিত ন পরি। বাগ্যিস নাম্মান গ্যাঞ্জাম খান আছিল! ন অইলে নির্ঘাত হ'ন এক্কান রশ্মিত বাইন্ধা দিত লেজের লগে।
চিঠিটির কিছু বুঝলাম, কিছু বুঝিনি - এই যেমন "ব্লগে নিয়মিত না থাকলেও" ...
মন্তব্য করতে লগইন করুন