শিরোনামহীন...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ মে, ২০১৪, ০৫:২২:২৯ বিকাল
তারিখঃ ৩০ মে, ২০১৪ খ্রিষ্টাব্দ।
স্থানঃ পতেঙ্গা সী-বীচ।
সময়ঃ এক মুখরিত বিকেলের বাঁকে...
............
উচ্ছল দখিনা হাওয়ায় উড়ে তরুণীর এলোমেলো চুল,
গোলাপী ওড়নার গোপন আহ্বান শোনি,
ঠোঁট বাকানো তার মুচকি হাসিতে খেলা করে ছলনার রাজহাঁস,
মন্তর ঢেউ এসে ভিজিয়ে দেয় বিস্তৃত বেলাভূমি,
হৃদয় সমুদ্রে জেগে উঠে সুদর্শন দ্বারুচিনিদ্বীপ।
উদাসী মন, বিভ্রান্ত্র দু’টি চোখ,
আমি শুধু চেয়ে থাকি ভুল করে।
আমি শুধু একা নই এখানে আরো শত শত আগন্তুক
তবু আমি যেন একা আর বিভ্রান্ত দু’টি চোখ।
কেন, কিসের টানে উদ্দেশ্যহীন হেঁটে যায়?
হঠাৎ ধুসর আঁধারে লীন হয়ে যাওয়া রোমান্সকর গোধুলির মত
অসংখ্য আগন্তুকের ভিড়ে সে মিশে যায়,
সে অচেনা তরুনী, কোখায় হারিয়ে যায়।
আমি বজ্রাহত পথিকের মত তবু তার পানে চেয়ে থাকি ভুল করে।
৩১ মে, ২০১৪ খ্রিষ্টাব্দ।
বিষয়: সাহিত্য
১৪৪২ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার শুরু ও শেষে তরুনীর কথা । ভাইজান কি তরুনী দেখতেই কি সী-বীচ গেছিলেন ?
তবে ছবিটা দিছেন তরনীর ।
আর তুমি তারাতারি এক্কান বিয়ে কর
আর তুমি বিয়ে না করলে আমি কেমনে করবো?
প্যারিস ভাই বিরহে ভগতাছে....
হারিকেনের বউ চাই.....
আমুসির নীল পরি চাই....
ব্লগপাড়ায় ফ্রেম আর ফ্রেম.......
হগলে যদি ফ্রেমে পইড়া যায় আপনে একা একা কারে নিয়া থাইকবেন?
হাইয়ুম ফ্রেমে হরতে নচাই...হাইয়্যর ফ্রেম আছে এককান....
হ্যারি, তোমার লম্বা চুলের একটা ছাবি তুলে দাও সবাই বিশ্বাস করবে যে তুমি ছেলে....
আপনাকে ধন্যবাদ।
ও সত্যি সত্যি ব্যথা পাচ্ছে হাহাহাহা! আপনার এই ছবিটা কি বাস্তব, নাকি এডিট করা?
দারুণ!!!
কোন একদিন ঠিক হাজির হবো।
আমাকে না জানিয়ে আসলে কিন্তু খবর আছে কারণ আমি থাকি বীচের একদম পাশে...
মন্তব্য করতে লগইন করুন